UIDAI Update: আধার কার্ডে পুরনো ছবি পছন্দ না হলে রয়েছে উপায়। নিজেই করতে পারবেন ছবি বদল। সেই ক্ষেত্রে আধার কর্তৃপক্ষের নিয়ম মেনে করতে হবে কিছু কাজ। জেনে নিন,  কী সেই প্রক্রিয়া। 


Aadhaar Update: কেন গুরুত্বপূর্ণ আধার ?
আধার হল একটি ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জারি করে । বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডি সিস্টেম হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি একটি অনন্য শনাক্তকরণ নম্বর তৈরি করতে একজন ব্যক্তির বায়োমেট্রিক ডেটা (যেমন আঙ্গুলের ছাপ, আইরিস স্ক্যান) ব্যবহার করে। এই কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মোবাইল ফোন সংযোগ ও সরকারি ভর্তুকি পেতে পারবেন আপনি।


Aadhaar Update: আধার কার্ডে নাম, জন্ম তারিখ এবং ঠিকানার মতো তথ্যও থাকে। এই কার্ড পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি একজন ব্যক্তির মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হয়।এর মাধ্যমে বিভিন্ন পরিষেবা পাওয়ার একটি সুবিধাজনক উপায় তৈরি হয়। 


UIDAI Update: আপনি আধারে কোন বিষয়গুলি আপডেট করতে পারেন?
আপনি আধারে ডেমোগ্রাফিক বিবরণ (নাম, ঠিকানা, জন্মের তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল আইডি) পাশাপাশি বায়োমেট্রিক্স (আঙুলের ছাপ, আইরিস,ছবি) আপডেট করতে পারেন।


আপনি কীভাবে আধারে ডেমোগ্রাফিক বিবরণ আপডেট করতে পারেন?
২টি  উপায়ে আপনি আপনার বিবরণ আপডেট করতে পারেন:-


1 - নিকটতম তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে uidai.gov.in ওয়েবসাইটে “লোকেট অ্যানরোলমেন্ট সেন্টার”-এ ক্লিক করে নিকটতম তালিকাভুক্তি কেন্দ্র খুঁজুন।


2- অনলাইনে myAadhaar অ্যাপ ব্যবহার করে - অনলাইন ডেমোগ্রাফিক্স আপডেট পরিষেবা নিন।


Aadhaar Update: আধার কার্ডে আপনার ছবি কীভাবে পরিবর্তন করবেন?


আধার কার্ডে আপনার ছবি পরিবর্তন করতে আপনাকে নিকটস্থ আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।


আপনি https://appointments.uidai.gov.in/ এ ভিজিট করার আগে অনলাইনে নিকটতম তালিকাভুক্তি কেন্দ্রের জন্য চেক করতে পারেন।


 1: প্রাসঙ্গিক ফর্মটি পূরণ করুন, এটি আধার তালিকাভুক্তি কেন্দ্রে জমা দিন


2: কেন্দ্রের অপারেটর আপনার অনুরোধ অনুযায়ী বায়োমেট্রিক বিবরণ সংগ্রহ করবে


3: আপনি যদি একটি ছবি পরিবর্তন করেন, অপারেটর ছবিটি ক্যাপচার করবে।


4: রেফারেন্সের জন্য আপডেট অনুরোধ নম্বর (URN) সম্বলিত অ্যাকললেজমেন্ট স্লিপ তৈরি করা হবে।


আপডেটের পরে আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট—uidai.gov.in থেকে আধার কার্ডের একটি ডিজিটাল কপি (ই-আধার) ডাউনলোড করতে পারেন।


আরও পড়ুন : Mahila Samman Savings: মহিলা সম্মান সেভিংসে কি কর ছাড় পাবেন ? জেনে নিন বৈশিষ্ট্য় ও সুবিধা