Share Market: গত শুক্রবার থেকেই একে একে সবুজে যাত্রা শুরু করেছিল আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ার (Adani Group Stocks)। হিনডেনবার্গের রিপোর্টের (Hindenburg Report)পর টানা ধসের মুখ দেখে আদানির গোষ্ঠীর সব স্টক। যদিও সোমবার থকেই ঘুরে দাঁড়াতে শুরু করে কিছু স্টক। মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে প্রায় ২৫ শতাংশ উঠে যায় আদানি এন্টারপ্রাইজ (Adani Enterprises)।


Adani Group Stocks: আদানিতে আস্থা ফিরছে বাজারের ?
গত সপ্তাহে টানা কয়েক লক্ষ কোটি টাকা হারানোর পর দুরন্ত গতি ধরেছে আদানি গ্রুপের কিছু স্টক। আজ বাজারে একটা সময় ২৫ শতাংশ ওপরে উঠে যায় আদানি গ্রুপের শেয়ার। বাজার শেষের সময়েও প্রায় একই গতি বজায় ছিল আদানির এই প্রথম সারির স্টকে। দিনের শেষে ১৪ শতাংশ ওপরে দৌড় থামায় আদানির বুলরা। আজ বাজারে ১৪.৬৪ শতাংশ বেড়ে যায় এই স্টক। মার্কেট শেষে স্টকের দাম দাঁড়ায় ১৮০২.৯৫ টাকা। সব মিলিয়ে ২৩০ টাকা বেড়ে যায় আদানি গ্রুপের এই ফ্ল্যাগশিপ শেয়ার।  


Stock Market Update: দারুণ ফল করেছে আদানি ট্রান্সমিশন
গতকালই আদানি ট্রান্সমিশনের ত্রৈমাসিক ফল প্রকাশিত হয়েছে। সোমবার২০২২-২৩ আর্থিক বছরের অক্টোবর থেকে ডিসেম্বর তৃতীয় ত্রৈমাসিকে ভাল রেজাল্ট করেছে কোম্পানি।


Adani Transmission Q3 Result: আদানি ট্রান্সমিশনের মুনাফা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৭৩ শতাংশ বেড়েছে। গত বছর এই সময় আদানি ট্রান্সমিশনের মুনাফা ছিল ২৮৩.৭৫ কোটি টাকা।  যা এবার ৪৭৮.১৫ কোটি টাকায় পৌঁছেছে।


Share Market: তৃতীয় ত্রৈমাসিকে আদানি ট্রান্সমিশনের রাজস্ব 15.8 শতাংশ বেড়েছে, যা গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকে 2623 কোটি  টাকা ছিল। কোম্পানির EBITDA তৃতীয় প্রান্তিকে 1798 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা বেড়েছে 28.9 শতাংশ । কোম্পানি বিবৃতিতে জানিয়েছে, নতুন সঞ্চালন লাইন চালু হওয়ায় কোম্পানির রাজস্ব বেড়েছে। চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে, নগদ মুনাফা 34 শতাংশ বেড়ে 955 কোটি টাকা হয়েছে। একই সময়ে এই সময়ের মধ্যে ইপিএস হয়েছে 4.26 টাকা প্রতি শেয়ার ।


Adani Group Stocks: আজ আদানির স্টকের কী অবস্থা ?
তবে একা আদানি এন্টারপ্রাইজ নয়, আদানি উইলমারেও এদিন দারুণ গতি দেখা গিয়েছে। দিনের শেষে ৪.৯৯ শতাংশ ওপরে থেমেছে স্টক।  ৩৯৮ টাকায় দৌড় থামিয়েছে বুলরা। গত সপ্তাহে যা টানা লোয়ার সার্কিটের মুখ দেখেছিল। ১.৪১ শতাংশ উঠেছে আদানি পোর্টস। তবে নেমেছে আদানি গ্রিন, আদানি ট্রান্সমিশন ছাড়াও  নেমেছে আদানি পাওয়ার।


Fixed Deposit Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, পাবেন ৮.৫ শতাংশ