নয়াদিল্লি: আরও এক সিমেন্ট সংস্থা কিনে নিচ্ছে শিল্পপতি গৌতম আদানির সংস্থা। আদানি গোষ্ঠীর অধীনস্থ Ambuja Cement প্রতিদ্বন্দ্বী সিমেন্ট সংস্থা Orient Cement Ltd (OLC)-র প্রায় ৪৬ শতাংশ কিনে নিল। ৮ হাজার ১০০ কোটি টাকার বিনিময়ে CK Birla Group অধীনস্থ Orient Cement-এর ৪৬.৮ শতাংশের মালিকানা আদানিদের হাতে উঠছে। চুক্তি অনুযায়ী, Orient Cement-এর আরও ২৬ শতাংশ টেন্ডারের মাধ্যমে কিনে নেওয়ার প্রস্তাব দেবে আদানিরা। (Adani Group)
মঙ্গলবার Orient Cement সংস্থাটিকে অধিগ্রহণের কথা ঘোষণা করে আদানি গোষ্ঠী। এর পরই Orient Cement-এর শেয়ারে রেকর্ড ৭.৫ শতাংশ বৃদ্ধি চোখে পড়ে। Orient Cement অধিগ্রহণ করে সিমেন্ট শিল্পে প্রতিযোগীতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতিই আদিত্য বিড়লা গোষ্ঠীর সিমেন্ট সংস্থা UltraTech Cement এন শ্রীনিবাসন এবং পরিবারের থেকে India Cement-এর ৩২.৭২ শতাংশ অধিগ্রহণ করে। ৩ হাজার ৯৪৫ কোটিতে ওই চুক্তি হয়। (Ambuja Cement)
এদিন ঘোষণার পর Ambuja Cement-এর ডিরেক্টর কর্ণ আদানি বলেন, "Ambuja Cement-এর জন্য এই অধিগ্রহণ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দু'বছরের মধ্যে সিমেন্ট উৎপাদনের ক্ষমতা বেড়ে ৩ কোটি টন হয়ে যাবে।" ২০২৫ সালের মধ্যে Ambuja Cement-এর উৎপাদন ক্ষমতা বেড়ে ১০ কোটি টন হয়ে যাবে। সিমেন্ট ব্যবসায় আরও বেশি করে জাঁকিয়ে বসবে তারা, প্রায় ২ শতাংশ বেশি। কর্ণ জানিয়েছেন, Orient Cement অবস্থানগত ভাবে একেবারে আদর্শ। রেল যোগাযোগ রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে আশেপাশে। অনুমোদনপ্রাপ্ত, উচ্চমানের চুনাপাথরের খাদান রয়েছে। ফলে সিমেন্টের উৎপাদন আরও বাড়বে আগামী দিনে।
Orient Cement-এর চেয়ারম্যান সিকে বিড়লা জানিয়েছেন, প্রযুক্তি নির্ভর ব্যবসার দিকে এই মুহূর্তে নজর তাঁদের। বছরে ৮৫ লক্ষ টন সিমেন্ট উৎপাদনের অনুমোদন রয়েছে Orient Cement-এর। প্রয়োজনে আরও ৮১ লক্ষ টন বাড়ানো যেতে পারে। পাশাপাশি, চিতোরগড়ে চুনাপাথর খনিও ইজারা নেওয়া রয়েছে তাদের।
এমনিতেই বিমানবন্দর, বন্দর, খনি, বিদ্যুৎ এবং রিয়েল এস্টেটের জগতে একচ্ছত্র আধিপত্য কায়েম করছে আদানি গোষ্ঠী। এবার সিমেন্টের বাজারেও জাঁকিয়ে বসতে চলেছে তারা। এর আগে, ACC Cement কিনে নেয় আদানিরা, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট ব্যবসায়ী হিসেবে তাদের জায়গা করে দেয় বাজারে। UltraTech ঠিক তাদের উপরেই রয়েছে। Orient Cement অধিগ্রহণের পর এবার কোন কৌশল নেয় আদানিরা, সেদিকেই নজর সকলের।