আবু ধাবি: দীর্ঘ অপেক্ষার যে অবসান ঘটতে চলেছে, তার পূর্বাভাস আগেই ছিল। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটালেন নেমার জুনিয়র (Neymar Jr)। প্রায় ১২ মাস পরে আল হিলালের হয়ে মাঠে নামলেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে আল হিলাল (Al Hilal) পাঁচ গোল করে জয়ও পেল।
আল আইন এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে মাঠে নামেন নেমান জুনিয়র। বছরখানেক আগে এসিএলে চোট লেগেছিল। তারপর দীর্ঘ অপেক্ষা। চোট সারিয়ে অবশেষে নেমার ফিরলেন এবং ফিরলেন একেবারে স্বমহিমায়। ব্রাজিলিয়ান তারকা প্যারিস সঁ জরমঁ থেকে আল হিলালে যোগ দেওয়ার পরপরই চোটের কবলে পড়েছিলেন। তাঁকে তেমনভাবে খেলতে দেখাই যায়নি। তাই ফুটবলভক্তরা অধীর আগ্রহে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন।
নেমারকে দ্বিতীয়ার্ধে জর্জ জিসাস মাঠে নামানোর সিদ্ধান্ত নিলেও গ্যালারিতে উপস্থিত সকল দর্শক উচ্ছ্বাসে ভাসেন। দীর্ঘদিন পর মাঠে ফিরে উচ্ছ্বসিত ব্রাজিলয়ান তারকা নিজেও। ৩২ বছর বয়সি ফুটবলার ম্য়াচ শেষে সাক্ষাৎকারে বলেন, 'আমরা দারুণ লাগছে। মাঠে ফেরার পথটা বেশ কঠিন ছিল। আমাদের দলটা দারুণ, তবে মাঠে ফিরে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। অবশেষে ফিরলাম।'
এশিয়ার সফলতম দল আল হিলা কিন্তু এদিন এক হাইস্কোরিং ম্যাচে জয়ও পায়। নয় গোলের থ্রিলারে সৌদি আরবের চ্যাম্পিয়ন ৫-৪ গোলে হারায় আল আইনকে। গত মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে হাজ্জা বিন জ়ায়েদ স্টেডিয়ামেই ২-৪ স্কোরলাইনে হারতে হয়েছিল আল হিলালকে। এই জয়ে সেই হারের বদলা সম্পূর্ণ হল।
ম্য়াচের প্রথমার্ধে আল হিলাল ৩-১ গোলে এগিয়ে ছিল। রেনান লডি, মিলিনকোভিচ-সাভিচ এবং অধিনায়ক সালেম আল হিলালের হয়ে গোল করেন। ম্যাচের ৬৩ মিনিটে সানাব্রিয়া আল আইনের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ৬৫ মিনিটে সালেম আল হিলালের দুই গোলের ব্যবধান পুনরায় ফেরান। ৬৭ মিনিটে সোফিয়ান রাহিমি নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ জমিয়ে দেন। ৭৫ মিনিটে সাভিচ করে আল হিলালের স্বস্তি ফেরান। কিন্তু আলি আলবুহাই ৮২ মিনিটে লাল কার্ড দেখায় আল হিলালের চাপ বাড়ে।
ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি থেকে রাহিমি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ জিতে নেয় আল হিলাল। এই জয়ের সুবাদেই জর্জ জিসাস সৌদির ক্লাবের সফলতম কোচ হয়ে যান। তিনি ৮১টি ম্যাচ জিতলেন আল হিলালের হয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথমার্ধে লিড নিয়েও ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে হার মহামেডান স্পোর্টিংয়ের