Gautam Adani: হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenburg Report) পর্ব অতীত হলেও ফের আদানিদের (Adani Group) বিরুদ্ধে উঠেছে নতুন অভিযোগ। যা নিয়ে চিন্তা বাড়তে পারে শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগকারীদের (Investment) মধ্যে।  


 কী নতুন অভিযোগ


এবার আমেরিকায় ঘুষের অভিযোগে আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই তদন্তে গৌতম আদানি বা এই গোষ্ঠীর কোনও সংস্থা জ্বালানি প্রকল্প পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছে কি না তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। তবে আদানি গ্রুপ জানিয়েছে, তাদের কাছে এই ধরনের কোনও তদন্তের তথ্য নেই। গত বছর হিন্ডেনবার্গ রিপোর্টের পর এটি আদানি গ্রুপের ওপর দ্বিতীয় অভিযোগ।


ঘুষ দেওয়ার অভিযোগে তদন্ত চলছে
ব্লুমবার্গ নিউজ তাদের প্রতিবেদনে দাবি করেছে,  আমেরিকায় ঘুষের অভিযোগে আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। সূত্রের খবর বলে এই প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের তদন্ত চলছে। এই তদন্ত নিউইয়র্ক অ্যাটর্নি অফিস এবং ফ্রড ইউনিট অফ জাস্টিস ডিপার্টমেন্ট অফ ওয়াশিংটন করছে। আদানি গ্রুপ ছাড়াও ভারতের রিনিউয়েবল এনার্জি সংস্থা Azure পাওয়ার গ্লোবালও এই তদন্তের আওতায় এসেছে।


হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে ধস নেমেছিল আদানিদের স্টকে 
গত বছর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গের রিপোর্ট তছনছ করেছিল বাজার। প্রতিবেদনে গ্রুপ কোম্পানিগুলোর বিরুদ্ধে অন্যায্য আচরণ ও স্টকে কারচুপির অভিযোগ আনা হয়েছে। এই রিপোর্টের কারণে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার খারাপভাবে পড়ে গেছে। তাদের সম্মিলিত মার্কেট ক্যাপ প্রায় $150 বিলিয়ন ডলার কমেছে। এছাড়াও, সংস্থাটিকে আদানি এন্টারপ্রাইজের 20 হাজার কোটি টাকার এফপিও প্রত্যাহার করতে হয়েছিল।


একটি অভিযোগও প্রমাণ করা যায়নি
হিন্ডেনবার্গ রিপোর্ট শুধুমাত্র আদানি গোষ্ঠীর ক্ষতিই করেনি বরং এটি একটি রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। এছাড়া সেবিও আলাদা তদন্ত শুরু করেছে। কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্টের একটি অভিযোগও প্রমাণিত হয়নি।


আদানিদের বিরুদ্ধে কী অভিযোগ
 গত বছরের জানুয়ারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। অভিযোগে বলা হয়েছিল, ঘুর পথে আদানি গ্রুপ তাদের শেয়ারের দাম বাড়িয়েছে। এছাড়াও কোম্পানির ভাবমূর্তি ভাল দেখাতে দশক ধরে হিসেবে কারচুপি করেছে কোম্পানি।  হিন্ডেনবার্গের অভিযোগের পর SEBI তার তদন্ত শুরু করে। সুপ্রিম কোর্টের নজরদারিতে হয় এই তদন্ত। 


Multibagger Stocks: ১৯ টাকা থেকে ২৪৬ টাকায়, এই পেনি স্টক বেড়েছে ১১৫০ শতাংশ