নয়াদিল্লি: বেজে গেল লোকসভা ভোটের দামামা। আজ, ১৬ মার্চ, ঘোষণা করা হল লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট। ৭ দফায় লোকসভা ভোট করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে, যা শুরু হবে ১৯ এপ্রিল। দেশের কোন রাজ্যে কত দফায় ভোট, জেনে নিন। 


প্রকাশিত হল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট, কোন রাজ্যে কত দফায় ভোট?


দেশের ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হবে ১ দফায় ভোট। অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দাদর নগর ও হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, হরিয়ানা, কেরল, লক্ষদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচেরি, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা, উত্তরাখণ্ডে হবে একটি দফায় ভোট। 


২ দফায় ভোট হবে চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। কর্ণাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুরে হবে দুই দফায় ভোট। তিন দফায় ভোট হবে ছত্তীসগঢ়, অসমে। চার দফায় ভোট হবে ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে। মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে ভোট হবে ২ দফায়। সাত দফায় ভোট হবে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে। 


 






আরও পড়ুন: Lok Sabha Election 2024 Date : ক'দফায় লোকসভা ভোট ? জানিয়ে দিল নির্বাচন কমিশন


পেশিশক্তি, অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি লঙ্ঘন বা কমিশনের ভাষায় 4M(Muscles, Money, Misinformation, MCC Violations-এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। আজ ভোট ঘোষণার সময় একথাই জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar)। কমিশনার জানান, "আসন্ন লোকসভা ভোটে ভোট দেবেন ৯৬.৮ কোটি ভোটার। ৮৫ বছরের বেশি বয়সি যেসব ভোটার রয়েছেন তাঁদের যেতে হবে না বুথে, বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। এছাড়া প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম পরিষেবার ব্যবস্থা থাকবে। যেমন- পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা থাকবে। সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। ভোট ঘিরে কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে" বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কারও বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এছাড়া সন্ত্রাস-মুক্ত ভোট করাতে ডিএম-এসপিদের ব্যবস্থা নিতে বলেছে কমিশন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।