Share Market: আমেরিকার সবুজ সংকেত পেয়ে বেড়েই চলেছে আদানি গ্রুপের স্টক (Adani Stock Price)। বুধবারও আদানি গ্রুপের অনেক স্টকে চলল ১৭ শতাংশ পর্যন্ত উত্থান। যা নিয়ে এবার আদানিদের স্টকে বিনিয়োগ প্রসঙ্গে চিন্তা বাড়ছে ইনভেস্টারদের মনে। দেখে নিন, আজ আদানি গ্রুপের (Adani Group) কোন-কোন স্টক দিয়েছে লাভ। এখনও হোল্ড করবেন না বেরিয়ে আসবেন ?  


আজ আদানিদের কোন-কোন স্টক দিয়েছে লাফ 
অম্বুজা সিমেন্ট এবং নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড(NDTV) সহ গৌতম  আদানি গ্রুপ অফ কোম্পানিগুলির নেতৃত্বে বুধবার আদানি গ্রুপ ACC বাদে অনেক স্টকে লাভ করে। বুধবার দুপুর পর্যন্ত 10টি আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানির সম্মিলিত বাজারের মূলধন প্রায় 87,224 কোটি বেড়েছে। মার্কিন সরকারি সংস্থাগুলি হিন্ডেনবার্গের আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ অপ্রাসঙ্গিক বলায় স্টকে এই গতি দেখা গিয়েছে।


আদানি টোটাল গ্যাস লিমিটেড এবং নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড তাদের শেয়ারের দাম 14% এরও বেশি বেড়েছে। পাশাপাশি আদানি গ্রিনের শেয়ারের মূল্য ইবেকটাই বেড়ে গেছে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন, আদানি উইলমার লিমিটেড, আদানি এনার্জি সলিউশন এবং এমনকি অম্বুজা সিমেন্টের মতো আদানি গ্রুপের অন্যান্য কোম্পানিগুলির মধ্যে প্রায় সাত শতাংশের স্মার্ট লাভ দেখে আদানি পাওয়ারও বেড়েছে। 


কী কারণে ধস নেমেছিল আদানিদের স্টকে
 জানুয়ারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গ একটি অভিযোগ আনে। যেখানে বলা হয়, স্টকের দাম বাড়াতে হিসেবে কারচুপি করেছে আদানি গ্রুপ। এরপরই ফেব্রুয়ারিতে সর্বনিম্ন পয়েন্টে চলে যায় আদানি পাওয়ার। পরে এই শেয়ারের দাম 334.25% বৃদ্ধি পায়। আদানি পাওয়ারের শেয়ারের দামও তার প্রি হিন্ডেনবার্গ রিপোর্টের সময়কার দামে ফিরে এসেছে। একই অবস্থা হয়েছে কোম্পানির অম্বুজা সিমেন্ট লিমিটেডেরও। একইভাবে আদানি গ্রিন এনার্জি 250% এর লাভের সাথে ফেব্রুয়ারিতে তার 52-সপ্তাহের সর্বনিম্ন জানুয়ারিতে দেখা প্রাক-হিন্ডেনবার্গ রিপোর্ট স্তরের দিকে দ্রুত উঠে এসেছে।


US On Adani Hindenburg: সোমের পর মঙ্গলেও দুরন্ত গতি দেখিয়েছে আদানি গ্রুপের স্টকগুলি (Adani Group) । বাজার খোলার (Share Market) পর থেকেই ছুট দিয়েছে বুলরা। মূলত,আদানিদের নিয়ে আমেরিকার বক্তব্যেই এই গতি দেখিয়েছে স্টকগুলি (Adani Share Price)। এখন লাভ (Profit)নিয়ে বেরিয়ে পড়বেন না হোল্ড রাখলে লাভ পাবেন ?  


কী কারণে আদানি গ্রুপের স্টকে গতি
ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে,আদানি গ্রুপকে ঋণ দেওয়ার আগে হিন্ডেনবার্গের অভিযোগগুলি পরীক্ষা করে দেখেছে আমেরিকা। এমনকী আদানিদের নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রাসঙ্গিক নয় বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফল স্বরূপ এই দুরন্ত গতি দেখা দিয়েছে স্টকে। 


Multibagger Stocks: ৬ মাসে ২৪৬ থেকে ৯১৪ টাকায় শেয়ার, এই ফার্মা মাল্টিব্যাগারের নাম জানেন ?