Adani Group Stocks: থামছে না পতন। হিন্ডেনবার্গ রিপোর্টের এক মাসের মধ্যেই আদানি গোষ্ঠীর মার্কেট ক্যাপ কমল ১২ লক্ষ কোটি টাকা। যা স্বাভাবিকভাবেই চাপে ফেলেছে গৌতম আদানি অ্য়ান্ড কোম্পানিকে।


Share market: স্টক প্রাইসে উত্থান কবে আদানিদের ?
 আদানি গ্রুপের তালিকাভুক্ত স্টকগুলির বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট প্রকাশ করে আমেরিকার হিন্ডেনবার্গ গোষ্ঠী। শর্ট সেলিং ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের এক মাস কেটে গেলেও আদানি গোষ্ঠীর স্টকে পতন অব্যাহত রয়েছে। হিন্ডেনবার্গ রিপোর্টটি গত ২৪ জানুয়ারি ২০২৩-এ প্রকাশিত হয়েছিল। এক মাস ভারী বিক্রির পরে, স্টক মার্কেটে তালিকাভুক্ত আদানি গ্রুপের ১০ টি কোম্পানির মার্কেট ক্যাপ ১২.০৫ লক্ষ কোটি টাকা কমেছে।


এক মাস আগে ২৪ জানুয়ারি শেয়ার বাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের ১০টি কোম্পানির মার্কেট ক্যাপ ছিল ১৯.২ লক্ষ কোটি টাকা। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বাজার বন্ধ হওয়ার পরে, মাত্র ৭.১৬ লক্ষ কোটি টাকা অবশিষ্ট ছিল। গত বছর এক সময়ে আদানি গ্রুপের কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ ২৫ লাখ কোটি টাকায় পৌঁছেছিল। কিন্তু গত এক মাসে কোম্পানির মার্কেট ক্যাপ প্রতিদিন ৫২,৩০০ কোটি টাকার বেশি কমেছে।


এই সময়ে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় তৃতীয় স্থান থেকে ২৯তম স্থানে নেমে এসেছেন। এখন তার মোট সম্পদের পরিমাণ ৮০ বিলিয়ন ডলার কমেছে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ মাত্র ৪১.৫ বিলিয়ন ডলারে ঠেকেছে। আদানি গ্রুপের শেয়ার ৮৫ শতাংশ পর্যন্ত কমেছে।


আদানি গ্রুপের মার্কেট ক্যাপ কমেছে ১২লক্ষ কোটি টাকা, BSE এর তথ্য অনুযায়ী, ভারতীয় স্টক মার্কেটের মার্কেট ক্যাপ ২৮০ লক্ষ কোটি টাকা থেকে ২৬০ লক্ষ কোটি টাকা কমেছে। অর্থাৎ ভারতের মার্কেট ক্যাপ কমেছে ২০ লাখ কোটি টাকা। আদানি গ্রুপের পতনের পর পুরো শেয়ার বাজারের মেজাজ খারাপ হয়ে গেছে। বাজারে একটানা বেচাকেনা চলছে। গত ছয় দিন ধরে বাজার বন্ধ রয়েছে। তাই আদানি গ্রুপের চারটি শেয়ার ক্রমাগত লোয়ার সার্কিটে রয়েছে।


LIC Loss From Adani: কেন লোকসান সত্ত্বেও ঝুঁকি নিচ্ছে LIC ?
আদানির শেয়ারে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি LIC-র বিনিয়োগ নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। সংসদেও মোদি সরকারের বিরুদ্ধে উঠেছে এই প্রশ্ন। কেন আম আদমির জমানো টাকা লোকসানে যেতে  দিচ্ছে LIC, তা নিয়ে তোলপাড় হয়েছে ঘরে-বাইরে। যার জেরে মুখ খুলতে বাধ্য হয়েছে এই বিমা সংস্থা। 
কোম্পানি জানিয়েছে, আদানি গ্রুপের শেয়ারে পতনের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে তারা। যদিও দেখা গেল, গত ৫০ দিনে আদানির শেয়ারে ধস নামার কারণে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে LIC-র।  আমেরিকার শর্ট সেলিং কোম্পানি  হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসতেই এই বিপুল পতনের মুখ দেখেছে কোম্পানি। 


LIC Policy সারেন্ডার করলেই সব টাকা পাবেন, কী বলছে নিয়ম ?