নয়াদিল্লি: গৌতম আদানি ২৩ মে শুক্রবার রাইজিং নর্থইস্ট সামিটে (Rising Northeast Summit) বড় ঘোষণা করেছেন। আদানি গ্রুপের পক্ষ থেকে গৌতম আদানি এদিন জানান যে উত্তর-পূর্ব ভারতে আগামী ১০ বছরে অতিরিক্ত ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মধ্যে গ্রিন এনার্জি, রোডস, হাইওয়েজ, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি নানা সেক্টরে এই বিনিয়োগ হবে। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) এদিন এই ঘোষণা করেন।
তিনি বলেন, 'বিগত দশ বছরে উত্তরপূর্ব ভারতের পাহাড়ে এবং উপত্যকায় ধীরে ধীরে ভারতের সামগ্রিক উন্নয়নের এক নতুন বার্তা ক্রমেই ধ্বনিত হতে শুরু করেছে। বৈচিত্র্য, স্থিতিস্থাপকতা, আর অপরিচিত সম্ভাবনার মধ্যে নিহিত রয়েছে একটি কাহিনি। এই অঞ্চল এখন আমাদের সাংস্কৃতিক গর্ব, অর্থনৈতিক প্রতিশ্রুতি ও কৌশলগত দিকনির্দেশনার অঙ্গ।' তিনি এই প্রসঙ্গেই বলেন যে আগামী ১০ বছরে উত্তরপূর্ব ভারতে অতিরিক্ত ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ।
গৌতম আদানি (Gautam Adani) বলেন, 'আমাদের লক্ষ্য থাকবে গ্রিন এনার্জি, স্মার্ট মিটার, হাইড্রো-পাম্পড স্টোরেজ, পাওয়ার ট্রান্সমিশন এবং সড়ক নির্মাণ, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিকস, এবং এর পাশাপাশি স্কিল ও ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে ক্ষমতার উন্নয়ন'। তবে তিনি জানিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচারের থেকেও বেশি বিনিয়োগ করা হবে মানুষের উপরে। প্রতিটি উদ্যোগের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান, স্থানীয় উদ্যোগ, সম্প্রদায় একত্রীকরণ প্রক্রিয়া আরও বাড়বে।
এর আগে আদানি গ্রুপের পক্ষ থেকে গৌতম আদানি ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র অসমের উন্নয়নের জন্য ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে আর এবারে উত্তরপূর্ব ভারতের জন্য আরও ৫০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা করলেন আদানি। ফলে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন আদানি উত্তরপূর্ব ভারতের উন্নয়নের স্বার্থে।
উত্তরপূর্ব ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রভূত ভূমিকাকে স্মরণে রেখে গৌতম আদানি (Gautam Adani) বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আপনি যখন বলেছিলেন, 'অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফাস্ট, অ্যাক্ট ফার্স্ট' তখন তা হয়ে উঠেছিল সমগ্র উত্তর-পূর্ব ভারতের জয়গান। ২০১৪ সাল থেকে শুরু করে ৬৫ বার ব্যক্তিগত সফর, ৬.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ, সড়ক নেটওয়ার্ক দ্বিগুণ করে ১৬ হাজার কিলোমিটারে উন্নীত করা, বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ করে ১৮টিতে উন্নীত করা এবং এই কাজ শুধুমাত্র একটি নীতি নয়। এটি আপনার উন্নত সুদূরপ্রসারী চিন্তার ফসল, আপনার বিশ্বাসের মূলে রয়েছে 'সবকা সাথ, সবকা বিকাশ'।'
গৌতম আদানি এদিন প্রধানমন্ত্রীর বিশ্বাসে সম্মতি জানিয়ে বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাল মিলিয়ে ধাপে ধাপে এগিয়ে যাব। উত্তরপূর্ব ভারতের সকল ভাই ও বোনেদের উদ্দেশ্যে আমরা আদানি গ্রুপ আপনাদের স্বপ্ন, আপনাদের সম্মান, আর আপনাদের গন্তব্যে সর্বত্র পাশে আছি।'