Stocks To Buy: অনেকদিন ধরেই বাজারে (Stock Market) চলছিল এই খবর। অবশেষে সিলমোহর পড়ল জল্পনায়। এবার প্রতিরক্ষা খাতে (Indian Defence Sector) বড় ঘোষণা করেছে গৌতম আদানির (Gautam Adani) মালিকানাধীন আদানি গ্রুপ (Adani Group) । 


কী করতে চলেছে কোম্পানি
আদানি গ্রুপ 3000 কোটি টাকা বিনিয়োগে দুটি অস্ত্র কারখানা স্থাপন করবে। উত্তরপ্রদেশের কানপুরে এই কারখানাগুলি তৈরি করা হবে। এখানে গোলাবারুদ তৈরি করবে কোম্পানি। এই কারখানাগুলিতে বছরে প্রায় 15 কোটি গোলাবারুদ তৈরি করার ক্ষমতা  আছে, যা ভারতীয় সেনাবাহিনীর মোট প্রয়োজনের প্রায় এক চতুর্থাংশ। প্রধানমন্ত্রীর 'মেক ইন ইন্ডিয়া'র পথে হেঁটেই দেশে অস্ত্র ও গোলাবারুদের স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করবে কোম্পানি।


কানপুরের কাছে কারখানা হবে
আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস কানপুরের কাছে প্রায় 500 একর জমিতে এই কারখানাগুলি তৈরি করবে। গৌতম আদানির ছেলে করণ আদানি সোমবার জানিয়েছিলেন, এই কারখানাগুলি ভারতীয় সেনাবাহিনীর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এগুলিতে ছোট,মাঝারি এবং বড় অস্ত্রের গোলাবারুদ তৈরি করা যায়। এগুলো সেনাবাহিনী, প্যারা মিলিটারি ও পুলিশকে সরবরাহ করা হবে। প্রতিরক্ষা ব্যবসা দেখাশোনা করেন করণ আদানি।


কত হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা
এই বিষয়ে কোম্পানির তরফে জানানো হয়েছে, এসব কারখানার সহায়তায় প্রায় ৪ হাজার কর্মসংস্থান হবে। 2025 সাল নাগাদ এখানে 2 লক্ষ রাউন্ড বড় ক্যালিবার আর্টিলারি এবং ট্যাঙ্ক শেল তৈরি করা যাবে। এছাড়াও, 50 লক্ষ রাউন্ড মাঝারি ক্যালিবার শেল তৈরি করা যেতে পারে। এখানে স্বল্প দূরত্বের ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়। আদানি ডিফেন্স এর আগে ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম, লাইট মেশিনগান, অ্যাসল্ট রাইফেল এবং পিস্তল তৈরি করেছিল।


প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য
প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষা খাতে আমদানি কমানোর জন্য কেন্দ্রীয় সরকার ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য প্রতিরক্ষা খাতে বিলিয়ন ডলারের ব্যবসার পথ খোলা হয়েছে। আদানি গ্রুপ, টাটা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো এবং মাহিন্দ্রা গ্রুপ ভারতীয় সেনাবাহিনীর চাহিদা মেটাতে দ্রুত কাজ করছে। আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেডের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর করণ আদানি বলেন, প্রতিরক্ষা খাতে বিদেশি নির্ভরতার কারণে ভারতীয় সেনাবাহিনীর চাহিদা সময়মতো পূরণ হয় না। সেই কারণেই এই উদ্যোগ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


Stocks To Buy: কেমিক্যাল সেক্টরে কোন স্টকগুলি দিতে পারে লাভ, নিওজেন, গ্যালাক্সি সার্ফ্যাক্ট্যান্টস ছাড়াও রয়েছে কাদের নাম ?