কলকাতা: সম্প্রতি জিরোডাহ-এর সিইও নীতিন কামাথ জানান তাঁর মাইল্ড স্ট্রোক হয়েছিল। ছয় সপ্তাহ অর্থাৎ দেড়মাস আগে তাঁর স্ট্রোক হয়। এই নিয়ে তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, সম্প্রতি তাঁর বাবার মৃত্যু হয়েছে। এর পর থেকে ঘুম ঠিকমতো হত না, বেশি কাজ করতেন, এমনকি শরীর ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল। এসবের জেরেই তাঁর স্ট্রোক হয় দেড় মাস আগে। কিন্তু শরীরে জলের অভাবে কি স্ট্রোক হতে পারে ? 


স্ট্রোক আদতে কী (Stroke What is it) ?


স্ট্রোকের মধ্যে ইসকেমিক স্ট্রোকের সংখ্যাই সবচেয়ে বেশি। হৃৎপিন্ড থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু মস্তিষ্কে যাওয়ার ধমনীতে কোনও বাধা থাকলে রক্ত পরিবহন বন্ধ হয়ে যায়। যার ফলে রক্ত মস্তিষ্কে যেতে পারে না। মস্তিষ্কের কোশগুলি অক্সিজেন পায় না। এর ফলে একজন ব্যক্তির প্যারালাইসিস হয়ে যায়। একেই স্ট্রোক বলা হয়।


জলের অভাবে স্ট্রোক হতে পারে (Does Dehydration Cause Stroke) ?


বেঙ্গালুরু ফর্টিস হাসপাতালের নিউরোলজিস্ট গুরুপ্রসাদ হসুরকার সংবাদমাধ্য়ম আইএএনএস-কে বলেন, শরীরে জলের অভাব স্ট্রোকে সঙ্গে জড়িত নয়। তবে জলের অভাবে শরীরে বেশ কিছু বদল আসে। সেই বদলগুলির জেরে শরীরে ইলেক্ট্রোলাইটের পরিমাণে হেরফের ঘটে। যার জেরে স্ট্রোক হতে পারে। তবে এর জন্য আর্টেরিয়াল স্ট্রোকের বদলে মূলত সেরিব্রাল ভেনাস স্ট্রোক হয়। 


রক্তচাপ কমে যেতে পারে


বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক কোলসোম হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শরীরে গুরুতর জলের অভাব হলে স্ট্রোক হতে পারে। তবে সেটি একেবারেই অল্প পরিচিত কারণগুলির একটি। স্ট্রোকের পিছনে এছাড়াও, বেশ কিছু কারণ দায়ী থাকে। বিশেষজ্ঞদের একাংশের মতে, শরীরে জল কমে গেলে রক্ত ঘন হয়ে যায়। রক্ত ঘন হয়ে গেলে ধীরে ধীরে চলাচল করে। এর ফলে রক্তচাপও কমে যায়। রক্তচাপ কমে গেলে রক্ত ঠিকমতো ব্রেনে পৌঁছাবে না। যার ফলে ব্রেনের সমস্যা হতে পারে। 


ব্রেনে ডিহাইড্রেশনের প্রভাব  (Dehydration Effects on Brain)


শরীরে জল কমে গেলে ব্রেনের উপরেও প্রভাব পড়ে। মস্তিষ্কের মধ্যে থাকা রক্তনালিগুলি সংকুচিত হয়ে পড়ে। এর ফলে রক্তের প্রবাহ বাধা পায়। যার ফলে মস্তিষ্কের বেশ কিছু অংশে অক্সিজেন কমে যায়। যা স্ট্রোকের বড় কারণ। এই দিক থেকেও ডিহাইড্রেশন প্রভাব ফেলতে পারে শরীরে।


আরও পড়ুন - Food Recipe: রসনা তৃপ্ত করুন হায়দ্রাবাদি চিকেনে, রইল জিভে জল আনা রেসিপি