গুয়াহাটি: ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে দেশের শীর্ষস্থানীয় ধনকুবের এবং শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) বড় ঘোষণা করেন। তিনি এদিন জানান যে অসমে বিমানবন্দর, শহর, নগর গ্যাস বন্টন ব্যবস্থা, পরিবহন, সিমেন্ট ও সড়ক প্রকল্প মিলিয়ে মোট ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। অসমের পরিকাঠামোর উন্নয়নে (Adani Group) এই বিনিয়োগ করা হবে বলেই জানিয়েছেন গৌতম আদানি।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এদিন এই ইনভেস্টরস সামিটে এসে এই বক্তব্য রাখেন। অসমের উন্নয়নের লক্ষ্যে নিজের কর্মসূচি জানিয়ে আদানি বলেন, 'আমরা সকলেই এই বিপুল উন্নয়নের আশায় রয়েছি। এই উন্নয়নের অংশ হতে চাই আমরাও। আর তাই আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমি জানাচ্ছি অসমে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ, এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।'
গৌতম আদানি আরও জোর দিয়ে বলেন, আদানি গ্রুপের বিনিয়োগের মাধ্যমে রাজ্যের উন্নয়ন, সমৃদ্ধি এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও সুদৃঢ় হয়ে উঠবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন যে বিনিয়োগের মাত্রা আরও বাড়ালে দেশের অর্থনীতি আরও দ্রুত সমৃদ্ধ হয়ে উঠবে, আর সেই বক্তব্যকে মাথায় রেখে গুজরাতের বিনিয়োগের পরিবেশের সঙ্গে অসমের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্যমাত্রা এবং দূরদৃষ্টিকে সাধুবাদ জানান আদানি, কারণ তার নির্দেশেই ২০০৩ সালে আয়োজিত হয়েছিল ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট। আর এর মাধ্যমেই ভারতের বেশ কিছু রাজ্যে একই কৌশলে উন্নয়ন শুরু হয়েছিল।
আদানি উল্লেখ করেন, 'এখানে দাঁড়িয়ে আজকে আমি স্মরণ না করে পারছি না, ২০০৩ সালেই এই উন্নয়নের সূচনা হয়েছিল, গুজরাতে এসেছিল বিপ্লব। এই ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট আপনার দৃষ্টিভঙ্গিকেই বদলে দিত। যা সেই সময় একটি স্ফূলিঙ্গের মত জন্ম নিয়েছিল তা আজ সারা দেশজুড়ে উন্নয়নের জোয়ার আনছে। আর এর মাধ্যমেই প্রতিটি রাজ্য বিনিয়োগ-ভিত্তিক অর্থনৈতিক রূপান্তরীকরণের দিকে ঝুঁকে পড়ছে'।
অসমের ঐতিহ্য, সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে আদানি বলেন, 'আমি যতবার মা কামাখ্যার এই পবিত্র ভূমিতে পা রাখি, এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই। যেভাবে ব্রহ্মপুত্র নদী নিজের গতিপথ বদলে বদলে এই রাজ্যের ভূমিকে অন্য রূপ দিয়েছে, সেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সমস্ত সম্ভাবনার উৎস খুলে দিয়েছেন।'
আরও পড়ুন: Nifty 50: পতন কাটিয়ে এই মাসের আগেই ফের ২৬ হাজারের ঘরে উঠবে নিফটি সূচক ! ভরসা জোগাচ্ছে ব্রোকারেজ হাউজ