Stock Market: বিগত ৫ মাস ধরে পতন অব্যাহত ভারতের শেয়ার বাজারে। এই ধস যেন থামতেই চাইছে না। বিনিয়োগকারীদের সম্পদ নিঃশেষ হয়ে গিয়েছে বাজারে। আশঙ্কার মধ্যে রয়েছেন সকলেই। কবে এই পতনের ধারা থামবে ? তবে এই কঠিন সময়েও আন্তর্জাতিক ব্রোকারেজ হাউজ সিটি জানিয়েছে যে নিফটি ৫০ আবার এই বছরের মধ্যেই ২৬ হাজারের স্তরে (Stock Market) উঠে আসবে। ফলে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য ভাল খবর দিল এই ব্রোকারেজ সংস্থা। গ্লোবাল ব্রোকারেজ নেভিগেশন ফার্টার সিটি জানিয়েছে যে নিফটি ৫০ সূচক (Nifty 50 Index) এই বছর ডিসেম্বর মাসের মধ্যেই ২৬ হাজারের স্তরে পৌঁছে যাবে। অর্থাৎ এখনকার স্তর থেকে ১৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সূচকে।
এই ব্রোকারেজ ফার্ম ভারতের উপর তার আউটলুক আপগ্রেড করে 'নিউট্রাল' থেকে 'ওভারওয়েট' করে দিয়েছে। এর কারণ হল ভারতীয় শেয়ার বাজার আকর্ষণীয় ভ্যালুয়েশনে রয়েছে এবং বাজারের অর্থনীতিতে সংশোধনী এসেছে। সিটি ব্রোকারেজ ফার্ম ভারতীয় শেয়ার বাজারে যে ফের দৌড় শুরু হবে তার বেশ কিছু কারণ জানিয়েছে।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে সাধারণ মানুষ আয়করে অনেক ছাড় পেয়েছেন। এর মাধ্যমে অর্থনীতিতে কনসাম্পশান বাড়তে পারে। পুঁজিগত খরচের পরিসংখ্যানে সংশোধন করা হচ্ছে। দেশের সমৃদ্ধি সূচককে বাড়ানোর জন্য পরিকাঠামো খাতে নিরন্তর খরচ করে চলেছে। সাম্প্রতিক মুদ্রানীতির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে, আগামী বৈঠকে এই রেপো রেট আরও কমতে পারে বলে জানানো হয়েছে। এমনকী আগামীতে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে এই ব্রোকারেজ ফার্ম।
মার্কিন কর আরোপের হুমকির আবহে আভ্যন্তরীণ বেশ কিছু কারণে ভারতের অর্থনীতি এখন সঙ্কটের মুখে আর তাই এখন বাজারে ক্রমাগত সেল অফ দেখা যাচ্ছে, অনিশ্চয়তার মুখে রয়েছে বাজার। শেষ ৫টি ট্রেডিং সেশনে সেনসেক্স ১৫৪২ পয়েন্ট অর্থাৎ ২ শতাংশ পড়ে গিয়েছে, আর নিফটি ৫০ সূচক ৪০৬ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ পড়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নয়া রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণাতে বিশ্বজুড়ে হুলুস্থুল পড়ে গিয়েছে। আর তাতেই বাণিজ্যিক ক্ষেত্রে দ্বন্দ্ব বেড়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Layoff News: এই ব্যাঙ্কে হবে বিপুল কর্মী ছাঁটাই, AI-এর জন্যই কাজ হারাতে পারেন ৪ হাজার কর্মী