Adani Share Crash: আইনি পথে যাওয়ার হুঁশিয়ারির মাঝেই এবার হিনডেনবার্গ রিপোর্ট (Hindenburg Reasearch) নিয়ে প্রতিক্রিয়া দিল আদানি গোষ্ঠী (Adani Group)। ৪১৩ পাতার পাল্টা প্রতিক্রিয়ার আদানি গ্রুপ জানিয়েছে, মার্কিন সংস্থাগুলি ভারতের বাজার থেকে আর্থিক লাভ করতেই এই রিপোর্ট প্রকাশ করেছে। হিনডেনবার্গের এই রিপোর্ট পুরোপুরি মিথ্যে।


Stock Market Crash: হিনডেনবার্গের রিপোর্টে কতটা সততা রয়েছে ?
হিনডেনবার্গের রিসার্চ রিপোর্টের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের বাজারে। শুক্রবারই ব্ল্যাক ফ্রাইডে-র সাক্ষী হয়েছে বাজার। আদানি গোষ্ঠীর স্টকে প্রায় ১৯ শতাংশ পতন দেখেছে বাজার। সোমবারও একই পরিস্থিতি হয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে (Stock Market)। এবার পাল্টা হিনডেনবার্গের এই রিপোর্টকে উদ্দেশ্য়প্রণোদিত বলে আখ্যা দিয়েছে আদানি গোষ্ঠী।


Adani Share Crash: কোম্পানির তরফে দাবি করা হয়েছে,ভারতীয় অর্থনীতির ওপর এটি একটি পরিকল্পিত আক্রমণ। একেবারে ভেবে চিন্তেই এই আর্থিক হামলার পথে হেঁটেছে হিনডেনবার্গ। ৪১৩ পাতার পাল্টা প্রতিক্রিয়ায় বলা হয়েছে, "এটি নিছক কোনও নির্দিষ্ট সংস্থার উপর একটি অযৌক্তিক আক্রমণ নয়,বরং ভারত ও ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, অখণ্ডতা ,গুণমান, আর্থিক বৃদ্ধি ও উচ্চাকাঙ্ক্ষার ওপর পরিকল্পিত আক্রমণ।''


Adani Response To Hindenburg: কী লাভ হিনডেনবার্গের ?
হিন্ডেনবার্গ রিসার্চের ২৪ জানুয়ারির প্রতিবেদনটিকে মিথ্যে বলে বর্ণনা করেছে আদানি গ্রুপ। তাদের মতে, ভুয়ো তথ্যের ওপর ভিত্তি করে অসৎ উদ্দেশ্যে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর্থিক তথ্য় গোপনের যে অভিযোগ করা হয়েছে তা সর্বৈব মিথ্যে। মূলত, এই রিপোর্ট প্রকাশ করে শর্ট সেলিংয়ের মাধ্যমে বিনিয়োগকরীদের বিপুল অর্থের ক্ষতি করেছে আমেরিকার রিসার্ট সংস্থা। 


Adani Share Crash: আদানির ক্ষতিতে কীভাবে লাভবান হিনডেনবার্গ ?
নিউইয়র্ক ফার্ম হিনডেনবার্গ শর্ট সেলিংয়ে বিশেষজ্ঞ একটি সংস্থা।  আদানি গ্রুপ মাত্র দুটি ট্রেডিং সেশনে হিনডেনবার্গ রিপোর্টের কারণে  50 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে। আদানি নিজেও 20 বিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান করেছে। যদিও আদানির বিভিন্ন কোম্পানিতে শর্ট করে লাভবান হয়েছে হিনডেনবার্গ।


Adani Response To Hindenburg: হিনডেনবার্গের কটা প্রশ্নের জবাব দিল আদানি ?
আদানি জানিয়েছে, হিনডেনবার্গের ৮৮টি প্রশ্নের মধ্যে ৬৫টি বিষয় ইতিমধ্য়েই আদানি পোর্টফোলিও সংস্থাগুলি যথাযথভাবে প্রকাশ করেছে। বাকি ২৩টি প্রশ্নের মধ্যে ১৮টি পাবলিক শেয়ারহোল্ডার ও থার্ড পার্টির সঙ্গে সম্পর্কযুক্ত।  বাকি ৫টি  প্রশ্ন কাল্পনিক ও ভিত্তিহীন। 


Stock Market Opening: ঘুরে দাঁড়িয়েও ফের পড়ল বাজার, আদানির স্টকে কী অবস্থা ?