অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট (Metro Route) খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। যাত্রী পরিষেবা শুরুর আগে প্রস্তুতি যাচাই করতে পরীক্ষা।


কোনদিকে নজর:
আজ চূড়ান্ত পরীক্ষায় পাস করলেই মিলবে ছাড়পত্র। নিউ গড়িয়া (New Garia) থেকে রুবি (Ruby) নতুন মেট্রো রুট পাবে শহরবাসী। এই রুটটিকে অরেঞ্জ লাইন বলা হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশন জংশন স্টেশন হচ্ছে।


প্রাথমিক ভাবে খতিয়ে দেখা হবে সবরকম প্রস্তুতি। এই লাইনের একটি একটি স্টেশনে কী কী সুবিধা রয়েছে, কী পরিস্থিতিতে রয়েছে, সব খতিয়ে দেখা হবে। গোটা যাত্রাপথে লাইনের পরিস্থিতিও খতিয়ে দেখা হবে। সব ঠিক থাকলে মিলতে পারে সবুজ সঙ্কেত।


হাওড়া ময়দান থেকে মেট্রো কবে? 
চলতি বছরেই কি হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হবে? এক্ষেত্রেও আশার কথা শুনিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ। কিন্তু এখনই কোনও রেক আনা সম্ভব হচ্ছে না। বউবাজারে ৯ মিটার অংশের কাজ শেষ হলেই হাওড়া থেকে এসপ্ল্য়ানেড মেট্রো পরিষেবা চালু করা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।  


কাজ শেষ। কিন্তু ইচ্ছে থাকলেও এখনই চালু করা যাচ্ছে না হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। মেট্রোর কাজের জেরে একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বউবাজার। ওই এলাকায় নির্মীয়মাণ মেট্রোর টানেলে জল ঢুকেছে। বহু বাড়িতে দফায় দফায় ফাটল দেখা গিয়েছে। সেই কারণেই বউবাজারে ৯ মিটার অংশে মেট্রোর কাজ থমকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো চালাতে গেলে সল্টলেক সেন্ট্রাল পার্কের কারশেড থেকে আনতে হবে রেক। বউবাজারে কাজ শেষ না হলে তা সম্ভব নয়। সেই কারণেই কাজ শেষ হলেও পরিষেবা এখনই চালু করা যাচ্ছে না। হাওড়া ময়দানে একটা শ্যাফট রয়েছে। কিন্তু সংকীর্ণ ওই শ্যাফট দিয়ে মেট্রোর রেক নামানো সম্ভব হচ্ছে না। আশার কথা, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই বাকি কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 


ইতিমধ্যেই চালু জোকা-তারাতলা মেট্রো:
এই বছরেই একদম গোড়ায় চালু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রীও। জোকা-তারাতলা রুটে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।


আরও পড়ুন: মিড ডে মিলের 'অনুসন্ধানে' এবার কেন্দ্রীয় দল, যাওয়ার কথা ৪ জেলায়