নয়াদিল্লি:  আদানি উইলমারের ৩৬০০ কোটি টাকার আইপিও ইতিমধ্যেই জারি হয়েছে। এই পাবলিক ইস্যুর জন্য যাঁরা আবেদন করেছেন, তাঁদের অ্যালটমেন্ট স্ট্যাটাস জানতে খুব বেশি কিছু করার দরকার নেই। অনলাইনেই স্ট্যাটাস চেক করে নেওয়া যেতে পারে। দরদাতারা  এ জন্য হয় বিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল রেজিস্ট্রার অফ দ্য পাবলিক ইস্যুর ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। রেড হেরিং প্রোসপেক্টাস (আরএইচপি) অনুসারে, ওই আইপিও-র অফিসিয়াল রেজিস্ট্রার লিঙ্ক ইনটাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। 


আগেই বলা হয়েছে যে, আদানি উইলমার আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস বিএসই ওয়েবসাইট bseindia.com বা লিঙ্ক ইনটাইমের অফিসিয়াল ওয়েবসাইট linkintime.co.in-এ লগ ইন করে দেখে নেওয়া যেতে পারে। আরও সুবিধার জন্য দরদাতাদের সরাসরি বিএসই-র ওয়েবসাইট লিঙ্ক bseindia.com/investors/appli_check.aspx বা লিঙ্ক ইনটাইম ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক linkintime.co.in/MIPO/Ipoallotment.html-এ লগ ইন করার পরামর্শ দেওয়া হচ্ছে। 


আদানি উইলমার আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস লিঙ্ক ইনটাইম


আদানি উইলমার আইপিও দরদাতা, যাঁরা অফিসিয়ালরেজিস্ট্রারের ওয়েবসাইটে অ্যালটমেন্ট স্ট্যাটাস জানতে চান, তাঁরা লিঙ্ক ইনটাইমসের ওয়েবসাইটে লগইন করতে পারেন। তাঁরা ইনটাইম লিঙ্কের ডাইরেক্ট লিঙ্ক linkintime.co.in/MIPO/Ipoallotment.html-এ লগ ইন করতে পারেন এবং নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন-


১. লিঙ্ক ইনটাইমের ডাইরেক্ট লিঙ্ক  linkintime.co.in/MIPO/Ipoallotment.html লগ ইন করুন


২. সিলেক্ট করুন আদানি উইলমার আইপিও


৩. প্যান কার্ডের বিস্তারিত এন্টার করুন


৪. সার্চ অপশনে ক্লিক করুন


এরপরই  আপনার আদানি উইলমারের আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস কম্পিউটারের মনিটর বা স্মার্টফোনের পর্দায় ভেসে উঠবে। 


বিএসই-তে আদানি উইলমার আইপিএল স্ট্যাটাস চেক


বিএসই-ও ওয়েবসাইট মারফৎ কোনও দরদাতা আইপিও অ্যালটমেন্টের স্ট্যাটাস জানতে চাইলে তিনি বিএসই-র ডাইরেক্ট লিঙ্ক bseindia.com/investors/appli_check.aspx লগ ইন করতে পারেন। এরপর নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে


১. বিএসই-র ডাইরেক্ট লিঙ্ক bseindia.com/investors/appli_check.aspx লগ ইন করুন


২. আদানি উইলমার আইপিও সিলেক্ট করতে হবে


৩. আদানি উইলমার আইপিও অ্যাপ্লিকেশনের নম্বর এন্টার করতে হবে


৪. প্যানের বিস্তারিত তথ্য এন্টার করতে হবে


৫. 'I'm not a robot'-এ ক্লিক করতে হবে


৬. এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে


এরপরই আপনার কম্পিউটার বা স্মার্টফোনের পর্দায় আদানি উইলমার আইপিও-র স্ট্যাটাস ফুটে উঠবে।