কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সশরীরে ক্লাস নেই, অশান্তি আছে প্রেসিডেন্সিতে(Presidency University) । পোস্টার, পাল্টা পোস্টারে উত্তেজনা প্রেসিডেন্সির গেটে। টিএমসিপি (TMCP) এবং এসএফআইয়ের (SFI) বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, স্লোগান। ‘সরকারের নির্দেশ সত্ত্বেও কেন প্রেসিডেন্সিতে অফলাইন ক্লাস (Offline Class) নয়?’ উঠল প্রশ্ন। সোমবার থেকে অফলাইন ক্লাস হবে, জানাল কর্তৃপক্ষ। 


এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা জড়ো হন। তাঁরা সেখানে তৃণমূলের পোস্টার লাগানোর চেষ্টা করেন। পাল্টা সেই জায়গায় এসএফআই পোস্টার লাগায়। আবার তৃণমূলও পোস্টার লাগায়। পোস্টার, পাল্টা পোস্টারে বচসা থেকে স্লোগান দেওয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে সশরীরে ক্লাস শুরু হলেও, প্রেসিডেন্সি কর্তৃপক্ষ জানাচ্ছে সশীরের বা অফলাইন ক্লাস এখনও শুরু হয়নি। কেন শুরু হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে হস্টেল খোলা হয়নি তা নিয়েও প্রশ্ন উঠেছে। তা নিয়ে দুই ছাত্র সংগঠনই দাবি জানিয়েছে। কিন্তু টিএমসিপি (TMCP) এবং এসএফআইয়ের (SFI) দাবি পাল্টা দাবি ঘিরে উত্তেজনা তৈরি হয়। কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে সোমবার থেকে অফলাইন ক্লাস হবে। 


দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয় খুলে অফলাইন ক্লাসে পঠন-পাঠন চালুর স্পষ্ট নির্দেশিকা, ছাত্র সংসদ নির্বাচন-সহ পাঁচ দফা দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাতভর অবস্থান বিক্ষোভ করে সিপিআইএম-এর (CPIM) ছাত্র সংগঠনের এসএফআই-এর। পাশাপাশি, প্রেসিডেন্সিতে হস্টেল, ল্যাব, লাইব্রেরি খোলা, প্রবেশিকা চালুর দাবিও জানায় এসএফআই (SFI)। যদিও সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 


এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই উত্তপ্ত বেলুড়ের লালবাবা কলেজ (Lalbaba College)। সরস্বতী পুজোকে কেন্দ্র করে তুলকালাম। দু’পক্ষের মধ্যে বচসার জেরে হাতাহাতি। বেশ কয়েকজন আহত। আজ বেলা ১২টা টাগাদ এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ। 


আরও পড়ুন: Kolkata Police Alert : 'সোশাল মিডিয়ায় কম ব্যক্তিগত তথ্য শেয়ার, অচেনাদের সঙ্গে বন্ধুত্ব নয়', সাইবার প্রতারণার বাড়বাড়ন্তে বার্তা কলকাতা পুলিশের