Stocks After Death: আপনিও শেয়ার বাজারে বিনিয়োগকারী হলে অবশ্যই কাজে লাগবে এই খবর। সম্প্রতি দালাল স্ট্রিটের 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পরই ইনভেস্টারদের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। মৃত্যুর পরে ঠিক কী হয় তাদের শেয়ারের ? জেনে নিন, কী বলছে বাজারের নিয়ম।
Rakesh Jhunjhunwala's Death: বলা হয়, তিনি কোনও স্টকে বাজি রাখলে, সেই স্টকই নতুন উচ্চতায় ওঠে। তাঁর বিনিয়োগের ধরণ অনুসরণ করেন বহু বিনিয়োগকারী। সম্প্রতি প্রয়াত হয়ে্ছেন 'ভারতের ওয়ারেন বাফে' রাকেশ ঝুনঝুনওয়ালা। সেই ক্ষেত্রে কী হবে তাঁর কোটি কোটি টাকার শেয়ারের ? নিয়ম বলছে, একজন ব্যক্তির অকালমৃত্যুর ক্ষেত্রে তাঁর স্টক ও শেয়ারগুলি নোটারি/গেজেটেড অফিসারকে দিয়ে ডেথ সার্টিফিকেটের কপি অ্যাটেস্টেড করলে নমিনিদের কাছে যেতে পারে।
Stocks After Death: কী কী প্রমাণপত্র লাগবে শেয়ার ট্রান্সফারে ?
এই ফর্মটি অবশ্যই NSDL বা CDSL-এর মতো উপযুক্ত কাস্টোডিয়ানের কাছে রেজিস্টার্ড হতে হবে। সেই ক্ষেত্রে নমিনি রেজিস্টার্ড না হলে, মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের অবশ্যই নিম্নলিখিত প্রমাণপত্রের মধ্যে একটি জমা দিতে হবে:
a. Probate of Will (ইচ্ছের প্রমাণপত্র) b. Succession Certificate (উত্তরাধিকার সার্টিফিকেট)c. Letters of Administration (প্রশাসনের চিঠি)
মনে রাখতে হবে, মনোনীত ব্যক্তি একজন ট্রাস্টি, তিনি কোনও মালিক নয়। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীর মৃত্যু হলে যদি উইল থাকে, তাহলে উইল অনুযায়ী শেয়ার লেনদেন করা হবে। অন্যথায় হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী আইনি উত্তরাধিকারীদের মধ্যে তা বিতরণ করা হবে।
Jhunjhunwala Portfolio: এসব কোম্পানিতে বিনিয়োগ রয়েছে ঝুনঝুনওয়ালার
ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডইন্ডিয়াবুলস রিয়েল এস্টেট লিমিটেডকানারা ব্যাঙ্কফেডারেল ব্যাঙ্ক লিমিটেডস্টিল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ SAIL (Steel Authority of India Ltd-SAIL)টাইটান কোম্পানি লিমিটেডটাটা কমিউনিকেশনস লিমিটেডএসকর্টস লিঅটোলাইন ইন্ডাস্ট্রিজ লিম্যান ইনফ্রা কনস্ট্রাকশন লিমিটেডTV18 ব্রডকাস্ট লিমিটেডএনসিসি লিমিটেডওরিয়েন্ট সিমেন্ট লিমিটেডপ্রকাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডবিলকেয়ার লিমিটেডডিবি রিয়েলটি লিমিটেডপ্রোজোন ইন্টু প্রোপার্টিজ লিমিটেডজুবিল্যান্ট ফার্মোভা লিমিটেডডেল্টা কর্পোরেশন লিমিটেডনাজারা টেকনোলজিস লিমিটেডঅনন্ত রাজ লিমিটেডপ্রকাশ পাইপস লিমিটেডইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডভিএ টেক ওয়াবাগ লিমিটেডএডেলউইস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডওখার্ড লিমিটেডডিশম্যান কার্বোজেন অ্যামসিস লিমিটেডএগ্রো টেক ফুডস লিমিটেডক্রিসিল লিমিটেডজিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডঅ্যাপটেক লিমিটেডটাটা মোটরস লিমিটেডফোর্টিস হেলথকেয়ার লিমিটেডরেলিস ইন্ডিয়া লিমিটেডজুবিল্যান্ট ইনগ্রেভিয়া লিমিটেডইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্স লিমিটেডটার্ক লিমিটেডদ্য মান্ধানা রিটেইল ভেঞ্চারস লিমিটেডকরুরবৈশ্য ব্যাঙ্ক লিমিটেড