বিশ্বজিৎ দাস, কলকাতা : ১৬ অগাস্ট দিনটিতে ২০২১ সালে ‘খেলা হবে’ দিবস পালন করা শুরু করে তৃণমূল।‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখেই তৃণমূল গতবার বিধানসভা ভোটের সমরে নামে।  তৃতীয় বার নবান্নর গদিতে আসীন হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার অন্যথা হবে না। মঙ্গলবার, ১৬ অগাস্ট, সারা রাজ্যে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। 

দেখব কী খেলা হয় : দিলীপ
এই উদ্যোগকেই কটাক্ষ করেছেন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ' আমরাও দেখব কী খেলা হয়। খেলা তো শুরু হয়ে গিয়েছে। দুটো গোল খেয়েছে। তিন নম্বর হলেই চিত। ' মঙ্গলবার সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে বাগদা এলাকায় চা চক্র করে এমনটাই বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।

অভিষেককে আক্রমণ
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম স্বাধীনতা দিবসের মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কেন্দ্রকে কার্যত তুলোধনা করেন। প্রশ্ন তোলেন, 'সত্যিই কি অমৃত কালে বাস করছি?' তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করে দিলীপ ঘোষ  বলেন, 'দিনের বেলা বেরোতে পারছে না লোকের সামনে। যারা এত বড় বড় কথা বলছেন, চামড়া ছাড়িয়ে দেবেন বলছেন... তাদের রাতের বেলা কেন করতে হচ্ছে ! ' 



দিলীপের স্ট্রোক মন্তব্য
অন্যদিকে, গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন অনুব্রতর আইনজীবী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সোমবার মন্তব্য করেন, ফার্স্ট স্ট্রোক পার্থ, সেকেন্ড স্ট্রোক কেষ্ট, থার্ড স্ট্রোক হলে তৃণমূল কোমায় চলে যাবে !


অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমের তৃণমূল নেতারা বিরোধীদের 'মাজা ভেঙে দেওয়ার' হুমকি ভিডিও ভাইরাল হয় । এপ্রসঙ্গে দিন কয়েক আগে দিলীপ বলেন, 'কে কার মাজা ভাঙে দেখা যাবে। পার্টিরই মাজা ভেঙে যাচ্ছে, মানুষের করবে কী। মানুষকে অত্যাচার করেছিল বলে, মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে গরু চোর গরু চোর বলছে। অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর তৃণমূল রাস্তায় নামছে। ' দিলীপ আরও বলেন,  ' ওরা ভেবেছিল পার্থদা দিয়ে শেষ হয়ে যাবে। হল না। আর প্রতি সপ্তাহে যদি একটা করে তোলে হয়ে যাবে। পার্টিটাই উঠে যাবে কামাই হবে কী করে সিন্ডিকেট চলবে কীভাবে সেজন্য একটুখানি প্রতিবাদ করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ অন্য মুডে আছে ওরা যদি রাস্তায় বের হয় পাবলিকও রাস্তায় বেরোবে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে, তাড়া করে করে মারবে টিএমসি নেতা ও মন্ত্রীদের।'