কলকাতা: এয়ার ইন্ডিয়ার উপর ক্রমশ বাড়ছে অনিশ্চয়তার মেঘ। কিছুদিন আগেই বিভিন্ন ইস্যুতে সরব হয়েছিলেন এই বিমানসংস্থার বিমানচালকরা। এবার এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট টেকনিশিয়ানরা ধর্মঘটের ভাবনা শুরু করেছে। তেমনটা হলে আরও চাপ আসতে পারে এই বিমানসংস্থার উপর। ধাক্কা লাগবে প্রতিদিনের বিমান পরিষেবাতেও। 


কী কারণে ধর্মঘটের ডাক?
Bloomberg-এর একটি রিপোর্ট অনুযায়ী AI Engineering Services Ltd- এর টেকনিশিয়ানরা এই ধর্মঘট ডাকতে পারেন। এরা এয়ার ইন্ডিয়ার বিমানগুলির দেখভাল, মেরামতি সংক্রান্ত কাজ করে থাকে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, এই সংস্থার ওই কর্মীদের সংগঠন ২৩ এপ্রিল ধর্মঘটের ডাক দিচ্ছে। কর্মচারীদের পরিস্থিতি এবং কাজ সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে।


কদিন আগেই বিমানসংস্থা ভিস্তারা (Vistara)-তে একটি সমস্যা তৈরি হয়েছে। অবিরাম পরিশ্রম এবং বেতন কেটে নেওয়ার অভিযোগ তুলে গণছুটি নিয়েছিলেন বহু পাইলট। তার জেরে ধাক্কা লাগে বিমান পরিষেবায়, বহু বিমান বাতিল করে সংস্থা। ভিস্তারায় এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিক টাটা গ্রুপের অংশীদারিত্ব রয়েছে। 


রিপোর্ট অনুযায়ী, AI Engineering Services Ltd- এর অন্যতম বড় ক্লায়েন্ট এয়ার ইন্ডিয়া। ফলে এই সংস্থায় কর্মবিরতি বা ধর্মঘট হলে তার সরাসরি প্রভাব এয়ার ইন্ডিয়ায় পড়বে। টেকনিশিয়ানদের অভিযোগ, তারা বেশ কয়েকবছর ধরে কোনও পদোন্নতি পাচ্ছেন না, কোনও নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছেন না। সংস্থার কর্মীদের ইউনিয়নের তরফে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনও কাজ হয়নি। বেতনকাঠোমো বদলের ডাক দেওয়া সত্ত্বেও কোনও কাজ হয়নি। বড়সড় সমস্যা রয়েছে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়েও। কারণ সংস্থার একটি বড় অংশের কর্মী চুক্তিভিত্তিক। তাঁরা স্থায়ী কর্মীদের তুলনায় অনেক কম সুবিধা পান, নোটিশ পিরিয়ড নিয়েও সমস্যা হচ্ছে। এমন নানা অভিযোগ নিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে।


কোভিডের সময় থেকেই ভারতে বিমান পরিষেবা সংক্রান্ত ব্যবসায় প্রবল ধাক্কা এসেছে। তারপর বিমান ব্যবস ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। নতুন সংস্থা এসেছে, নতুন বিমান নিয়ে আরও বেশি পরিষেবা দেওয়ার কাজ শুরু হচ্ছে। কিন্তু তারপরেও বারবার সামনে আসছে নানা সমস্য়া ও অভিযোগ।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ১ দশকে ৩ গুণ বৃদ্ধি ভারতের স্টক মার্কেটে? টাকার পাহাড়ে বিনিয়োগকারীরা?