কলকাতা: কফির স্বাদ যেন প্রাণের আরাম। কাজের এনার্জি না পেলেই অনেকে কফিতে ভরসা রাখেন। চায়ের মতো কফিপ্রেমীদের সংখ্যাও নেহাত কম নয়। আর আপনিও এমনই কফিপ্রেমী হলে ঘুরে আসতে পারেন কফির জন্মভূমি থেকে। ভারতেরই নানা প্রান্তে রয়েছে এমন কিছু মনোরম কফি চাষের ঠিকানা। কফি চাষের জন্য প্রয়োজন ২১-২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আবহাওয়া। যা সাধারণত বেশ মনোরম প্রকৃতির হয় (Travel Destinations For Coffee Lovers)। না ঠান্ডা না গরম তেমনই কিছু স্থানের খোঁজ রইল‌ এবার। 


কুর্গ - কফি চাষের অন্যতম সেরা ঠিকানা। দক্ষিণ ভারতের কুর্গে কফি চাষ ছাড়াও দেখার জন্য রয়েছে অ্যাবে ফলস, মনডলপত্তি পিক, তাডিয়ানডামল পিক, রাজা'স সিট, দুবার এলিফ্যান্ট ক্যাম্প, ইরুপ্পু ফলস, মাল্লালি ফলস,  ওমকারেশ্বর মন্দির, তালাকাবেরি মন্দির। কুর্গে ঘুরতে যাওয়ার জন্য তিন থেকে চার দিনের জন্য ট্রিপ পরিকল্পনা করুন। তাহলে সবটি দর্শনীয় স্থানই ঠিকমতো দেখা হয়ে যাবে।


আরাকু ভ্যালি - পর্যটন স্থান হিসেবে আরাকু ভ্যালি বরাবরই ভ্রমণার্থীদের অন্যতম আকর্ষণ (Travel Destinations)। তবে পর্যটন স্থান ছাড়াও কফি চাষের জন্যও বিখ্যাত। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আরাকু ভ্যালি ঘোরার জন্য সেরা সময়। তাই এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিতে পারেন ‌। পদ্মপুরাণ গার্ডেন, তাডিমারা ওয়াটারফলস, মাস্তাগুনডাম ওয়াটারফলস, ডুডুমা ওয়াটারফলস এই ভ্যালির দর্শনীয় স্থান। ঘুরে আসতে পারেন আরাকু ভ্যালির ট্রাইবাল মিউজিয়াম, গালিকোন্ডা ভিউ পয়েন্ট, কাটিকি ওয়াটারফলস, হারিথা হিল রিসর্ট,চাপারাই ওয়াটার ক্যাসকেড, বোরা কেভসও।


চিকমাগালুর - কর্ণাটকের একটি হিল স্টেশন হল চিকমাগালুর। কফি চাষের জন্য বিখ্যাত স্থান হিসেবে কুর্গের পরেই রয়েছে এটি। পশ্চিমঘাট পর্বতমালার বাবু বুদানগিরির নিকটস্থ এই পর্যটন কেন্দ্রে প্রতি বছরই ভিড় জমান ভ্রমণার্থীরা (Travel Tips)। এখানে কফিচাষ ছাড়াও রাফটিং ও ট্রেকিংয়ের আনন্দ নিতে পারবেন। এছাড়াও মহাত্মা গান্ধী পার্ক, মূল্যায়নাগিরি পিক, হিরেকোলেল হ্রদ, ভাদরা ওয়াল্ডলাইফ স্যাংচুয়ারি, হেববে ওয়াটার ফলস, বাবু বুদানগিরি চিকমাগালুরের অন্যতম আকর্ষণ।


মুন্নার - কেরলের মুন্নার কফি চাষের জন্য বিখ্যাত আরেকটি স্থান (Travel Guide)। কেরলের প্রায় সব স্থানই তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তেমনই হল মুন্নাার। মুন্নারের টি গার্ডেন, রাজামালাই ন্যাশনাল পার্ক, কুন্দালা ড্যাম লেক, আনামুডি পিক, মাট্টুপেট্টি ড্যাম অন্যতম আকর্ষণ।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Summer Health Tips: চড়া রোদে বাইরে বেরোচ্ছেন ? খেয়াল রাখুন ৫ ব্যাপারে