নয়াদিল্লি: স্পেনের সংস্থার সঙ্গে জোট বেঁধে ভারতীয় বায়ুসেনার জন্য বিমান তৈরি করবে টাটা গোষ্ঠী। শুক্রবারই স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তি। সোশ্যাল মিডিয়ায় সেই চুক্তির খবর প্রকাশ্যে এনেছেন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভারত ভূষণ বাবু।  


স্পেনের সংস্থা 'এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস'-এর বিমান বানানোর চুক্তি হয়েছে 'টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড'-এর সঙ্গে। ২০ হাজার কোটি টাকার এই চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছর ভারতীয় বায়ুসেনার জন্য ৪০টি মাঝারি ক্ষমতা সম্পন্ন Airbus C-295MW তৈরি করবে টাটা গোষ্ঠী। সামরিক পরিবহণের ক্ষেত্রে এই মিড সাইড ক্যারিয়ার তৈরি করা হবে। 



শোনা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনার এই নতুন মাঝারি বিমানগুলি ৫-১০ টন ওজন বইতে সক্ষম হবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের পুরোনো অ্যাভ্রো-৭৪৮ বিমানের বিকল্প তৈরি হতে পারে এই উড়োজাহাজগুলি। সম্প্রতি স্পেন থেকে Airbus C-295MW বিমান কেনার অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার। ঠিক হয়, ১৬টি বিমান স্পেন দিলেও বাকি ৪০ টি বিমান টাটা গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে বানাবে স্পেনের সংস্থা 'এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস'।'টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড'-এর সঙ্গে মিলে তৈরি হবে এই মাঝারি ওজনের বিমান। সেই কারণে স্পেনের সংস্থার সঙ্গে জোট বেঁধে টাটার 'টিএএসএল'।


আরও পড়ুন : UPSC Civil Service 2020 Topper: IAS হওয়া স্বপ্ন ছিল, অবহেলিতদের পরিষেবা দেওয়াই লক্ষ্য UPSC Topper শুভম কুমারের


আরও পড়ুন :  UPSC ESE 2022 Notification: ২৪৭টি পদে হবে নিয়োগ, ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল UPSC


আরও পড়ুন : Garden Reach Apprentice Recruitment 2021 : কলকাতায় গার্ডেনরিচে ২৫৬ পদে হবে নিয়োগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


আরও পড়ুন : Chittaranjan Locomotive Recruitment: চিত্তরঞ্জন লোকোমোটিভে প্রচুর পদে নিয়োগ, ৩ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন