Airtel New Recharge Plan: রিলায়েন্স জিওর একদিন পরেই এয়ারটেল। এবার সুনীল মিত্তলের সংস্থা বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করল। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ৩ জুলাই থেকে মোবাইলের বিভিন্ন প্ল্যানের (Airtel New Plans) ট্যারিফ বাড়ানো হবে। দিন প্রতি ৭০ পয়সা করে বাড়তে পারে প্ল্যানের দাম। সংস্থার দাবি, খুব সামান্য পরিমাণেই বাড়ানো হচ্ছে প্ল্যানের দাম (Airtel New Recharge Plans)। বিভিন্ন এনট্রি লেভেলের প্ল্যানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
সাধ্যের মধ্যেই ?
সম্প্রতি ভারতী এয়ারটেল একটি রেগুলেটরি ফাইলিং করে। সেখানেই এই বিবৃতি দিয়েছে সংস্থা। তাতে বলা হয়েছে, এয়ারটেলও তাদের মোবাইল ট্যারিফ প্ল্যানগুলি দামে কিছু বদল আনতে চলেছে। আগামী ৩ জুলাই থেকে এই বদল আসতে চলেছে। এনট্রি লেভেলের প্ল্যানগুলিতে দিন প্রতি ৭০ পয়সারও কম মূল্যবৃদ্ধি হয়েছে। মানুষের পকেটের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা।
প্রতি মাসে প্ল্যানের দাম কত টাকা বাড়ছে ?
দিন প্রতি ৭০ পয়সা করে দাম বাড়ানোর (Airtel New Plan) সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল। সেই হিসেবে প্রতি মাসে ২১ টাকা করে বাড়তে পারে বিভিন্ন প্ল্যানের দাম। অর্থাৎ তিন মাস ও দুই মাসের প্ল্যানগুলির দাম সর্বোচ্চ ৪২ টাকা ও ৬৯ টাকা করে বাড়তে পারে। প্রেস বিজ্ঞপ্তিতে নতুন দামের প্ল্যানগুলি আপডেট করে দিয়েছে সংস্থাটি। নয়া দামগুলির একটি ছবি নিচে দেওয়া হল।
কোন প্ল্যানের কত দাম বাড়ল ?
- আনলিমিটেড ভয়েস প্ল্য়ানগুলির (Airtel New Recharge Plans 2024) মধ্যে ১৭৯ টাকার ২৮ দিনের প্ল্যানের দাম বেড়ে নতুন দাম হয়েছে ১৯৯ টাকা। ৮৪ দিনের প্ল্যানের দাম ৪৫৫ থেকে বেড়ে হয়েছে ৫০৯ টাকা।
- অন্যদিকে পপুলার প্ল্যানগুলির মধ্যে ১ জিবি পার ডে প্ল্যানের দাম ২৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২৯৯ টাকা। ১.৫ জিবি পার ডে প্ল্যানের দাম ২৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪৯ টাকা। এগুলি সব ২৮ দিনের জন্য।
- ৮৪ দিনের প্ল্যানের মধ্যে ১.৫ জিবি পার ডে প্ল্যানের দাম ৭১৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৫৯ টাকা। অন্যদিকে ২ জিবি পার ডে প্ল্যানের দাম ৮৩৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৭৯ টাকা।
দাম বেড়েছে ওটিটিসহ বিভিন্ন প্ল্যানগুলিরও
- ৪০ জিবি ডেটা উইথ রোল ওভার প্ল্যানের দামও বাড়িয়েছে এয়ারটেল। প্রসঙ্গত এই প্ল্যানের সঙ্গেই রয়েছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন। দাম ৩৯৯ টাকা থেকে বেড়েছে ৪৪৯ টাকা।
- ৭৫ জিবি ডেটা উইথ রোল ওভার প্ল্যানের দাম ৪৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৪৯ টাকা। এর সঙ্গে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম, ডিসনি হটস্টার, আমাজন প্রাইম সাবস্ক্রিপশন রয়েছে।
আরও পড়ুন - Jio New 5g Plans: বাড়ল রিচার্জের খরচ, জিও-র কোন ট্যারিফ প্ল্যান কত বাড়ল? দেখুন তালিকা
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।