গায়ানা : ইংল্যান্ড-বধের পর দলের স্পিনারদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনালে বল হাতে দুরন্ত পারফর্ম করলেন দুই গান স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর পটেল। প্রয়োজনীয় সময়ে ইংরেজ ব্যাটারদের ধাক্কা দিতে সফল তাঁরা। শুধু তা-ই নয়, দুই জনেই তুলে নিলেন ৩টি করে উইকেট। যার হাত ধরে ভারতের টি২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার পথও হয়ে উঠল মসৃণ। স্বভাবতই খুশি রোহিত।


তৃতীয় ওভারে অর্শদীপ সিংকে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ভারতের ওপর কিছুটা চাপ তৈরি করতে সক্ষম হয়েছিলেন ইংল্যান্ডের জস বাটলার। যদিও সেই জাল কেটে দেন অক্ষর। চতুর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই তুলে নেন ইংরেজ অধিনায়ককে। রিভার্স সুইপ মারতে গিয়ে ঋষভ পন্থের হাতে ধরা দেন বাটলার। ইংল্যান্ডের স্কোর তখন ২৬। এরপরও ইংরেজ ব্যাটারদের যন্ত্রণা বাড়ানোর কাজ জারি রাখেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন কুলদীপ। অক্ষর প্রথম দিকের ব্যাটারদের একের পর এক ধাক্কা দিতে থাকেন, অন্যদিকে মিডল অর্ডারকে নাস্তানাবুদ করে ছাড়েন কুলদীপ। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন অক্ষর, অন্যদিকে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ। ম্যাচ শেষে তাই প্ল্যান অফ অ্যাকশনের কথা উল্লেখ করে দুই বাঁ হাতি স্পিনারকে প্রশংসায় ভরিয়ে দেন রোহিত।


তিনি বলেন, "ওঁরা (অক্ষর ও কুলদীপ) গান স্পিনার। ওঁদের কাছে যখন এরকম কন্ডিশন থাকে, তখন ওঁদের শট খেলা কঠিন। ওঁদের উপরও একই রকম বল করার চাপ থাকে। কিন্তু, ওঁরা ঠান্ডা মাথার, জানেন কি বল করতে হবে। প্রথম ইনিংসের পর আমাদের মধ্যে অল্প কথা হয়। যতটা সম্ভব স্টাম্পে বল রাখার সিদ্ধান্ত হয়।" 


এদিকে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। তাঁদের দুরন্ত পারফরম্যান্সে ভর করে ১৭১ রান তোলে টিম ইন্ডিয়া। ভারত তখন ৫.২ ওভারে ২ উইকেট খুইয়ে কিছুটা চাপে। এরপর হাল ধরে রোহিত-সূর্যর জুটি। ৭৩ রানের অসাধারণ জুটি ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়। ৩৯ বলে ৫৭ রান করেন ভারত অধিনায়ক রোহিত। অন্যদিকে, ৩৬ বল খেলে ৪৭ রান করেন সূর্যকুমার।বাকি কাজটা একে একে এসে সেরে দেন হার্দিক পাণ্ড্য, আর. জাদেজা ও অক্ষর পটেল। প্রয়োজনীয় সময়ে ২টি ছক্কা হাঁকান হার্দিক। ২৩ রান করেন তিনি। অন্যদিকে, ৯ বল খেলে ১৭ রান তুললেন জাদেজা এবং ৬ বলে ১০ রান তুলে নেন অক্ষর। চ্যালেঞ্জিং পিচে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে ভারত। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।