Mobile Recharge Tarrif: এয়ারটেলের গ্রাহকদের জন্য দুঃসংবাদ। মোবাইল রিজার্জে লাগবে আরও বেশি টাকা। দেশের সাতটি অঞ্চলে এই ৫৭ শতাংশ ট্যারিফ বৃদ্ধির ঘোষণা করেছে ভারতী এয়ারটেল (Bharti Airtel)।


Airtel Tariff Rise: সর্বনিম্ন প্ল্যানেই বড় বদল
দেশের  দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি  ১৫৫ টাকায় নতুন এন্ট্রি লেভেল প্ল্যান নিয়ে এসেছে।  মঙ্গলবার সংস্থার মুখপাত্র জানান,মোবাইল রিচার্জের এই প্ল্যান প্রায় ৫৭ শতাংশ বাড়ানো হয়েছে। কোম্পানি জানিয়েছে- কর্ণাটক, বিহার ও রাজস্থানে নতুন পরিকল্পনা চালু করা হয়েছে। এখন থেকে সেখানে পুরনো ৯৯ টাকার রিচার্জ প্ল্যান পাওয়া যাবে না। গত বছরের শেষের দিকে ওড়িশা ও হরিয়ানায় পরীক্ষামূলকভাবে নতুন পরিকল্পনাটি চালু করেছিল এয়ারটেল।


Mobile Recharge Tarrif: কেন হঠাৎ এই সিদ্ধান্ত ?
টেক ব্লগারদের মতে, টেলিকম সংস্থাগুলি গত বছর ৫জি নিলামে কোটি কোটি টাকা ব্যয় করেছে। এখন আয় বাড়ানোর জন্য ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তের পথে হাঁটছে কোম্পানি। 


টেলিযোগাযোগ সংস্থাগুলির পারফরম্যান্স সূচক বলছে, ব্যবহারকারী প্রতি এয়ারটেলের গড় আয় (এআরপিইউ), সেপ্টেম্বর-কোয়ার্টারে ১৯০ টাকা ছিল, যা ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের নভেম্বরে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছিল কোম্পানি। যেখানে এয়ারটেল জানিয়েছে,সুস্থভাবে কোম্পানি চালাতে ARPU ২০০ টাকা ও পরে তা ৩০০ টাকায় নিয়ে যেতে হবে।


Airtel Tariff Rise: পরিসংখ্যান বলছে ,এয়ারটেলের বৃহত্তর প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স জিও সেপ্টেম্বর ত্রৈমাসিকে ১৭৭.২ টাকা ARPU-তে ছিল। যা ডিসেম্বর কোয়ার্টারে কিছুটা বেড়ে ১৭৮.২ টাকা হয়েছে৷ Jio ২০১৬ সালে ট্যারিফ কমিয়ে এই শিল্পকে ব্যাহত করেছিল, এক বছরেরও বেশি সময় ধরে এখনও ট্যারিফ বাড়ায়নি কোম্পানি।


Long Term Recharge Plan: ভারতে ইতিমধ্যেই ৫জি (5G in India) পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও (Jio) এবং ভারতী এয়ারটেল (Airtel)- এই দুই টেলিকম সংস্থা। ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea) অবশ্য এখনও দেশে ৫জি সার্ভিস শুরু করেনি। তবে অনুমান, নতুন বছরে হয়তো এই টেলিকম সংস্থা ভারতে তাদের ৫জি পরিষেবা চালু করবে। তবে এই তিনটি জনপ্রিয় টেলিকম সংস্থাই গ্রাহকদের জন্য লং-টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান লঞ্চ করতে পারে চলতি বছরে।  সেই ক্ষেত্রে বাকি কোম্পানিগুলিও ট্যারিফ বৃদ্ধির পথে হাঁটতে পারে।


BharOS: অ্যান্ড্রয়েডের দিন শেষ ! দেশীয় ভর অপারেটিং সিস্টেমের পরীক্ষা সফল