Gold Buying Tips :  অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya 2025) শুভ তিথিতে বিভিন্ন ব্র্যান্ড দিচ্ছে সোনা কেনার দারুণ সুযোগ। এখানে বিভিন্ন অফার ছাড়াও পাবেন মেকিং চার্জে ডিসকাউন্ট। সবথেকে বড় বিষয়ে আজ মার্কিন ডলারের কারণে গোল্ড প্রাইস কমেছে। যার সুবিধা নিতে পারবেন আপনিও। জেনে নিন, সোনায় (Gold Price) কোন ব্র্যান্ড দিচ্ছে সবথেকে ভাল অফার। 

কেন অক্ষয় তৃতীয়ায় দেশে সোনা কেনার ধুম পড়ে যায় ?অক্ষয় তৃতীয়া যাকে কোথাও কোথাও আখতি ও আখ তীজও বলা হয়। অনেকের বিশ্বাস, এই দিন সোনা কিনলে সেই পরিবার বা ব্যবসা সমৃদ্ধি লাভ করে।  তাই, এই উপলক্ষে প্রতিযোগিতার বাজার ধরে রাখতে জুয়েলাররা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য অনেক ছাড় দেন।

সোনা কিনলেই এই খরচতবে খুচরো ক্রেতাদের জন্য সোনা এখন সস্তা নয়। ধাতুর দামের পাশাপাশি জুয়েলাররা যেকোনও জিনিসের জন্য তৈরির চার্জও নেবেন। চূড়ান্ত বিলের মধ্যে পণ্য ও পরিষেবা কর (GST)ও অন্তর্ভুক্ত থাকবে। এটি ৩ শতাংশ (প্রতিটি ১.৫ শতাংশ CGST এবং SGST সহ)। যার অর্থ ১ লক্ষ টাকার সোনার জন্য আপনাকে GST বাবদ ₹৩,০০০ টাকা খরচ করতে হবে।

অক্ষয় তৃতীয়ায় সোনা, রূপা ও হীরার গয়না কেনার ক্ষেত্রে ব্র্যান্ডগুলি ছাড় দিচ্ছেপিসি চন্দ্র এবং তনিষ্কের মতো গয়না ব্র্যান্ডগুলি ২০২৫ সালের অক্ষয় তৃতীয়ায় সোনা, রূপা এবং হীরার গয়না কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য ছাড় ঘোষণা করেছে। আমরা এক নজরে দেখে নেব এখানে..

মেকিং চার্জ ও দামে বিশাল ছাড়অঞ্জলি জুয়েলার্স তৈরির চার্জে ছাড় দিচ্ছে। এই বিষয়ে অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনার্ঘ্য উত্তীয় চৌধুরী সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, "আমরা আশা করি এবার অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা ভাল হবে, কারণ সোনার প্রতি গ্রাহকদের আস্থা সর্বকালের সেরা পর্যায়ে গেছে।" তিনি আরও বলেন, যেহেতু সোনাকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয় ও বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিও সম্ভাব্য মুদ্রাস্ফীতি এড়াতে সোনা কেনার ওপর জোর দিচ্ছে, তাই গ্রাহকদের এই উৎসাহকে পুঁজি করে মেকিং চার্জে ছাড় দেওয়া হচ্ছে। যাতে তাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও ভাল করা যায়, সেদিকেই নজর রাখা হচ্ছে।

Tanishq গোল্ড মেকিং চার্জে 20% পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে, অন্যদিকে Senko Gold সোনার দামে 350 টাকা এবং মেকিং চার্জে 30% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, হীরার গহনা কেনার ক্ষেত্রে মেকিং চার্জ ফ্রি এবং ক্রয়ের উপর 15% ছাড়ও দিচ্ছে কোম্পানি। অন্যদিকে, যদি আমরা এমপি জুয়েলার্সের কথা বলি, তাহলে এই ব্র্যান্ডটি সোনার গহনার উপর প্রতি গ্রাম 300 টাকা ছাড়ের পাশাপাশি মেকিং চার্জে 10% ছাড় দিচ্ছে। পিসি চন্দ্র জুয়েলার্সও সোনার দামে প্রতি গ্রাম 200 টাকা ছাড়, মেকিং চার্জে 15% ডিসকাউন্ট এবং হীরার গহনা কেনার উপর 10% ছাড় ঘোষণা করেছে।

গোল্ড ফিন্যান্স অফার : জিওফাইন্যান্স, মাইজিও অ্যাপসে পাবেন কীএই তিথিতে জিও ফিন্যান্সিয়াল সার্ভিসেস জানিয়েছে, তারা ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত 'জিও গোল্ড ২৪কে ডেজ' চালু করেছে, যার মধ্যে তাদের জিও ফিন্যান্স ও মাইজিও অ্যাপসের মাধ্যমে ডিজিটাল সোনা কেনার অফার রয়েছে।

১,০০০ থেকে ৯,৯৯৯ টাকার মধ্যে কেনাকাটায় ১ শতাংশ বিনামূল্যে সোনা: JIOGOLD1 কোড সহ

১০,০০০ বা তার বেশি মূল্যের কেনাকাটায় ২ শতাংশ বিনামূল্যে সোনা: JIOGOLDAT100 কোড সহ

প্রতি ব্যবহারকারীর জন্য ১০টি লেনদেন পর্যন্ত অফার বৈধ; সর্বাধিক বিনামূল্যে সোনার সীমা ₹২১,০০০।

(ডিসক্লেমার-মনে রাখবেন , এখানে বিশদে সবকিছুর আলোচনা করা হয়নি। এই বিষয়ে ব্র্যান্ডের স্টোরগুলিতে গেলে আপনি দাম বা চার্জ সম্পর্কে বিষদে জানতে পারবেন)