নয়াদিল্লি: ভারত সরকার যে ৫৯টি চিনা অ্যাপ সংস্থাকে নিষিদ্ধ করেছে, তার মধ্যেই রয়েছে আলিবাবা গ্রুপের মালিকানাধীন ইউসি ওয়েব ব্রাউজারও। নিষেধাজ্ঞা অনুযায়ী, তারা ভারতে ইউসি ব্রাউজার, ইউসি নিউজ পরিষেবা বন্ধ করেছে।   সেইসঙ্গে নিজেদের কোম্পানি থেকে ভারতীয় কর্মীদের ছাঁটাই শুরু করে দিল। ছাঁটাই করা কর্মীদের জন্য কোনও বিশেষ আর্থিক প্যাকেজের ব্যবস্থাও তারা রাখেনি। তবে বিশেষ সূত্রে খবর এই কোম্পানিটি গত ৬ মাস ধরেই ভারতে তাদের কারবার গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। ভারতে চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় তারা সেই পরিকল্পনা রূপায়ণের সুযোগ পেল।

২০০৪ সালে ভারতে কারবার শুরু করে আলিবাবা। ভারতে তাদের ইউজারের সংখ্যা ১৩০ মিলিয়ন। চিনা এই কোম্পানিটি ভারতীয় কর্মীদের ৯০ শতাংশকে এক ঝটকায় ছাঁটাই করে ফেলল স্রেফ ভিডিও কনফারেন্স করে। কোনও ফরমাল নোটিসও কর্মীদের দেওয়া হয়নি।ভিডিও কলে ডেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোম্পানি ভারত থেকে ব্যবসা গুটিয়ে ফেলছে, তাই আর কর্মীদের রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

একটি বিশেষ সূত্রে জানতে পারা যাচ্ছে যে কোনও কারণেই হোক গত ৬ মাস ধরেই তলায় তলায় ভারত থেকে পাততাড়ি গোটানোর আয়োজন করছিল আলিবাবা। গালওয়ান উপত্যকা নিয়ে ভারত-চিন সম্পর্ক খারাপ হওয়ায় এবং ভারতে চিন-বয়কট হাওয়া প্রবল হওয়ার পর সেই অবস্থাকে স্রেফ নিজেদের কাজে লাগিয়ে ফেলল আলিবাবা।আপাতভাবে মনে হবে যেন ভারত-চিন সম্পর্কের কারণে এমন সিদ্ধান্ত নিল, আসলে তা নয়। বহু আগেই নিয়ে ফেলা সিদ্ধান্তকে তারা এ সময়ে কার্যকর করল এই সুযোগে।