দেখা যাচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল। সার্ভার বিভ্রাটের জেরে লক্ষ লক্ষ পরীক্ষার্থী নাজেহাল হচ্ছিলেন।
এবছর উচ্চমাধ্যমিকে রেকর্ড পাসের হার ৯০.১৩% । ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস। সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি মহুয়া দাস জানালেন, ভাল রেজাল্ট করেছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং।
উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩। পাস করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬। উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯।
৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬ জন। গতবারের তুলনায় উচ্চমাধ্যমিকে পাসের হার বেড়েছে ৩.৮৪%। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮.৮৩%। উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগে পাসের হার ৯২.২২%। উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পাসের হার ৮৮.৭৪%।
শুক্রবার অনলাইনে পরীক্ষার ফল জানা গেলেও, পড়ুয়াদের হাতে মার্কশিট পৌঁছাবে ৩১ জুলাইয়ের মধ্যে। এই বছর সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চ। কিন্তু করোনার আবহে ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়।
Education Loan Information:
Calculate Education Loan EMI