নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ ঘটল অ্যালায়েন্স এয়ার (Alliance Air) সংস্থার। এত দিন এয়ার ইন্ডিয়ার ভর্তুকিপ্রাপ্ত সংস্থা হিসেবে উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত ছিল তারা। তবে এ বার স্বাধীন সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করল তারা। ভারত সরকারের (Government of India) অধীনে থেকে ব্যবসা চালিয়ে যাবে।


এয়ার ইন্ডিয়া থেকে আগেই বিনিয়োগ তুলে নিয়েছে অ্যালায়ান্স এয়ার


শুক্রবার সংস্থার তরফে সেই মর্মে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, “এয়ার ইন্ডিয়া থেকে বিনিয়োগ (Alliance Air Disinvestment) তুলে নেওয়া হয়েছে। তাই ১৫ এপ্রিল, ২০২২ থেকে অ্যালায়েন্স এয়ার আর এয়ার ইন্ডিয়ার অংশ নয়। বরং ভারত সরকার অধীনস্থ স্বাধীন ব্যবসায়িক সংগঠন।”


আরও পড়ুন: HDFC Bank: চতুর্থ ত্রৈমাসিকে বাম্পার প্রফিট , নিট মুনাফা বাড়ল ২৩ শতাংশ


অ্যালায়েন্স এয়ার সংস্থার সিইও বিনীত সুদ জানিয়েছেন, এ বার থেকে অ্যালায়েন্স এয়ারের নামে, ‘৯১’ কোড ব্যবহার করে টিকিট বিক্রি হবে। তার জন্য আলাদা ক্লাউড বেসড যাত্রী পরিষেবা প্রযুক্তি ব্যবহার করবে তারা, যার মাধ্যমে www.allianceair.in ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। সংস্থার নয়া হেল্পলাইন নম্বর ৯১-৪৪-৪২৫৫-৪২৫৫, ৯১-৪৪-৩৫১১-৩৫১১। যে কোনো তথ্যের জন্য ইমেলেও যোগাযোগ করা যাবে, helpdesk@allianceair.in। এয়ার ইন্ডিয়ার তরফেও বিবৃতি প্রকাশ করে অ্যালায়েন্স এয়ারের সঙ্গে বিচ্ছেদের কথা জানানো হয়েছে।


কেন্দ্রের ছত্রছায়ায় থেকে অন্তর্দেশীয় পরিষেবা প্রদান করবে অ্যালায়ান্স এয়ার


এই মুহূর্তে ৭০ আসন বিশিষ্ট ১৮টি ATR-72 বিমান রয়েছে অ্যালায়েন্স এয়ারের। শনিবার গুজরাত এবং মুম্বইয়ের মধ্যে পরিষেবা দিতে শুরু করেছে তারা। এয়ার ইন্ডিয়ার ভর্তুকিপ্রাপ্ত আঞ্চলিক শাখা সংস্থা হিসেবেই এত দিন কার্য পরিচালনা করত অ্যালায়েন্স এয়ার। গত বছর কেন্দ্রীয় সরকারের থেকে টাটার হাতে এয়ার ইন্ডিয়া হস্তান্তরিত হলেও, অ্যালায়েন্স এয়ার সেই চুক্তির অংশ ছিল না।


তিন মাস আগে এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ টাটার হাতে উঠেছে। তার পরই এয়ার ইন্ডিয়া থেকে নিজেদের বিনিয়োগ তুলে নেয় অ্যালায়েন্স এয়ার। কেন্দ্রীয় সরকারের অন্তর্দেশীয় উড়ান পরিষেকা প্রকল্প ‘উড়ান’-এর আওতায় আপাতত পরিষেবা প্রদান করবে তারা।