নয়াদিল্লি: দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে কলকাতা থেকে নতুন বিশেষ ফ্লাইট চালু করার ঘোষণা করার মাধ্যমে আকাশপথে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করল অ্যালায়েন্স এয়ার।


সংস্থা জানিয়েছে, ১ নভেম্বর থেকে কলকাতা-পটনা-কলকাতা এবং লখনউ-পটনা-লখনউ সরাসরি ফ্লাইট চালু করা হবে। পটনা হয়ে কলকাতা-লখনউ-কলকাতা ফ্লাইট জোড়া হবে। 


সংস্থার তরফে বলা হয়েছে, অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসব মরসুমের বিশেষ ফ্লাইট চালু করার ঘোষণা করছে অ্যালায়েন্স এয়ার। 


দীপাবলি এবং ছট পুজোকে মাথায় রেখে ১ নভেম্বর থেকেই এই বিশেষ উড়ান চালু হয়ে যাবে। দেশের বিমান চলাচল মানচিত্রের একাধিক আঞ্চলিক জায়গা সংযুক্ত করা হবে এই পরিষেবার মাধ্যমে। 


সংস্থা জানিয়েছে, অ্যালায়েন্স এয়ার কলকাতা থেকে পটনা হয়ে লখনউ পর্যন্ত ফ্লাইট শুরু হবে ১ নভেম্বর থেকেই। ফিরতি ফ্লাইটের পরিষেবাও একই দিন থেকেই শুরু হবে। 


এই শহরগুলিকে সংযুক্ত করতে ১০ আসন বিশিষ্ট বিলাসবহুল বিমান মোতায়েন করা হয়েছে। এই ফ্লাইটটি সপ্তাহে ৪ দিন (সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার) উড়বে।


সংস্থার ঘোষণা অনুযায়ী, ফ্লাইট 9I 971 কলকাতা থেকে দুপুর ৩টে ৫ মিনিটে ছাড়বে এবং বিকেল ৪টে ৩৫ মিনিটে পটনায় পৌঁছাবে। এরপর, ফ্লাইট 9I 971 পটনা থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লখনউ পৌঁছবে। 


অন্যদিকে ফিরতি যাত্রায়, ফ্লাইট 9I 972 লখনউ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছাড়বে এবং রাত ৮টা ৫০ মিনিটে পটনায় পৌঁছবে।  এরপর, ফ্লাইট 9I 972 পটনা থেকে রাত ৯টা ১৫ মিনিটে ছাড়বে এবং রাত ১০টা ৪৫ মিনিটে কলকাতা পৌঁছবে। 


ভাড়া হিসেবে কলকাতা-পটনা ফ্লাইটের জন্য খরচ হবে মোট ৪৮১০ টাকা। পটনা-লখনউ বিমানে খরচ হবে ৪৩৬৩ টাকা। একইভাবে, লখনউ-পটনা ফ্লাইটের ভাড়া হবে ৪,৩১৫ টাকা। আর পটনা-কলকাতা ফ্লাইটের ভাড়া হবে ৪৩১৫ টাকা। 


এখানে বলে রাখা দরকার, এই প্রথমবার পটনায় অবতরণ করতে চলেছে অ্যালায়েন্স এয়ার-এর কোনও বিমান।