কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। সংক্রমণ রোধে বর্ধমান শহরে ফের কনটেইনমেন্ট জোন। বর্ধমান শহরের ২৭ নং ওয়ার্ডের শ্যামলাল এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। এলাকায় সব দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে।


ইতিমধ্যেই গোটা এলাকায় স্যানিটাজেশনের কাজ শুরু হয়েছে। সচেতনতার জন্য আশাকর্মীদের দিয়ে এলাকায় নিরবিচ্ছিন্ন প্রচার চালানো হচ্ছে।আজ কনট ইনমেন্টজোন পরিদর্শন করলেন এসডিও নর্থ তীর্থঙ্কর বিশ্বাস,বর্ধমান পুরসভার সহ প্রশাসক আইনুল হক ও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী।পূর্ব বর্ধমান সদর উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন,বর্ধমান পুরসভায় এখনও পর্যন্ত ৫৮ জন করোনায় আক্রান্ত। তার মধ্যে কেবলমাত্র শ্যামলাল এলাকাতেই আক্রান্ত ১৭ জন।


এদিকে রাজ্যে ৯০০-র কোটায় দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৯০ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫, ৯০, ০৩২ জন। ২৮ অক্টোবর রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮,১০৯ জন। একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ দিনের। 


জেলার পাশাপাশি সংক্রমণ রোধের প্রচেষ্টার ছবি শহরেও। কোভিড বিধিভঙ্গের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। এর মধ্যে কয়েকজনকে বাস থেকে নামিয়ে গ্রেফতার করা হয়। বাসে যাতে মাস্ক ছাড়া কেউ না ওঠে সেই নির্দেশ দেওয়া হয় কনডাক্টরদের। অভিযান চালানো হয় লেকটাউন বাজারেও। বিনা মাস্কে কয়েকজন ক্রেতা-বিক্রেতা ও বাইক চালককে গ্রেফতার করা হয়।


অন্যদিকে, রাজপুর-সোনারপুর এলাকায় করোনা সংক্রমণ রুখতে আজও তত্পর পুলিশ-প্রশাসন। চলল ধরপাকড়। কোভিড বিধিভঙ্গ করে দোকান খোলা ও বিনা মাস্কে বের হওয়ায় ১৫ জনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। এদিন গড়িয়া, বোড়াল-সহ রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু হয়েছে।