নয়াদিল্লি: সস্তায় বিমানযাত্রার সুযোগ নিয়ে এল কেন্দ্রীয় সরকার অধীনস্থ অ্যালায়্যান্স এয়ার (Alliance Air)। দেশের সব অঞ্চলে বিমানযাত্রার সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৯৯৯ টাকা (Summer Bonanza)। তীব্র দাবদাহের হাত থেকে নাগরিকদের রেহাই দিতে বিমান ভাড়ায় লোভনীয় ছাড় দিচ্ছে অ্যালায়্যান্স এয়ার। ৪ জুন থেকে ৬ জুন পর্যন্তই মিলবে এই সুযোগ। এই সময় টিকিট বুক করলে তার মেয়াদ থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।


বিশেষ গ্রীষ্মকালীন ছাড় বিমান সংস্থার


সাধারণ মানুষকে পকেট ফ্রেন্ডলি বাজেটে বিলাসবহুল যাত্রার অভিজ্ঞতা অর্জন করতে দিতেই এমন ছাড়। ইতিমধ্যেই টিকিট বুক করতে শুরু করে দিয়েছেন বহু মানুষ। ৬ জুন টিকিট বুক করার শেষ দিন। তাই সময় নষ্ট না করে, বেড়ানো যাওয়ার পরিকল্পনা আগে থেকেই বুনে রাখতে পারেন ভ্রমণপিপাসুরা।


অ্যালায়্যান্স এয়ার জানিয়েছে, যাত্রীদের প্রয়োজনই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এখন টিকিট বুক করলেও, পরে যদি তারিখের হেরফের করার কথা মনে হয় কারও, সে ক্ষেত্রেও সাহায্য করতে প্রস্তুত তারা। উড়ানের এক সপ্তাহ আগে সেই হেরফের করে নিতে হবে।


আরও পড়ুন: EPF Interest Cut: ইপিএফে সুদের হার কমেছে ০.৪ শতাংশ, অবসর তহবিলে কতটা ক্ষতি ?


এই বিমানযাত্রার জন্য ৭০ আসন বিশিষ্ট ATR 72 বিমান নামানো হবে। বর্তমানে দেশের অন্দের ৪৮টি জায়গায় পরিষেবা দেয় অ্যালায়্যান্স এয়ার। সপ্তাহে ৭৮৩টি বিমান চলাচল করে তাদের। তাই আগে টিকিট বুক করবেন যাঁরা, তাঁরাই এই পরিষেবা পাবেন। কম খরচে জানলার পাশে বসে আরামদায়ক বিমানযাত্রার সুযোগ নিয়ে এসেছে তারা।


তারিখের হেরফেরও করা যাবে


মেট্রোপলিটন শহর থেকে দেশের প্রায় সর্বত্রই পরিষেবা প্রদান করে অ্যালায়্যান্স এয়ার। এমনকি কিছু নতুন জায়গাতেও পরিষেবা চালু করার পথে তারা, যার মধ্যে Tier-2 এবং Tier-3-র অন্তর্ভুক্ত শহরও রয়েছে। আত্মনির্ভর, সংযুক্ত এবং স্বপ্নের উড়ানের ভারত গড়ে তোলাই লক্ষ্য বলে জানিয়েছে তারা। এই সংক্রান্ত বিশদ তথ্য পেতে www.allianceair.in  ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। অথবা নিজের এলাকার ট্র্যাভেল এজেন্টের সঙ্গেও যোগাযোগ করতে পারেন ইচ্ছুক যাত্রীরা।