Amazon Employee Salary: সরকারি হোক বা বেসরকারি, চাকরিক্ষেত্রে কাজ না করে বেতন পাওয়া একটা স্বপ্নের মত ব্যাপার। অনেকেই অভিযোগ করেন যে বেতনের অনুপাতে তাদের অনেক বেশি মাত্রায় পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। কিন্তু এমন যদি হয় যে কিছু না করেই মাসে মাসে বেতন (Amazon Salary) পেতে থাকেন আপনি ? এমনটা বাস্তবে হওয়া এক কথায় অসম্ভব, কিন্তু এই অসম্ভব ঘটনাই ঘটেছে আমাজনের এক কর্মীর সঙ্গে। তিনি জানিয়েছেন যে বিগত এক বছর ধরে তিনি (Amazon Employee) সেভাবে কোনও কাজই করেননি, অথচ মাসে মাসে মোটা বেতন পেয়ে গিয়েছেন তিনি।


ঊর্ধ্বতন কর্মী নিজের অভিজ্ঞতা জানিয়েছেন


আমাজন সংস্থার এই ঊর্ধ্বতন কর্মী ব্লাইন্ড অ্যাপে নিজের এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এই অ্যাপে কর্মীরা নিজেদের পরিচয় গোপন রেখেই একে অন্যের সঙ্গে কথা বলতে পারেন। এই কর্মীর কাহিনি সমাজমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তিনি লিখেছেন যে, দীর্ঘ দেড় বছর ধরে আমাজনে সেভাবে কোনও কাজ না করেও তিনি বেতন পেয়েছেন। গুগল থেকে ছাঁটাই হয়ে গিয়েছিলেন এই কর্মী। তারপরই আমাজনে কাজে যোগ দেন তিনি। এখানে দিনের পর দিন এমনিই সময় কাটিয়েছেন সেই কর্মী। এমনকী তিনি দাবি করেন যে এখনও পর্যন্ত তিনি সেরকম অর্থপূর্ণ কোনও কাজও করেননি।


শুধু মিটিং করেই সময় কাটে


তাঁর পোস্টে সেই কর্মী জানিয়েছেন, তিনি আমাজনে চাকরি করছেন অথচ সেভাবে কোনও কাজও করছেন না। প্রতি সপ্তাহে মাত্র ৮ ঘণ্টাই কাজ করেন তিনি। আর বেশিরভাগ সময় শুধু মিটিং করেই কাটে তাঁর। এই দেড় বছরে তিনি মাত্র ৭টি সমস্যার সমাধান। একটা ড্যাশবোর্ড তৈরি করে সংস্থাকে দিয়েছেন তিনি শুধু যা আবার চ্যাটজিপিটির সাহায্যে মাত্র ৩ দিনেই তৈরি হয়ে যায়। যদিও তিনি সংস্থাকে জানিয়েছেন যে এটি বানাতে ৩ মাস সময় লেগেছে।


সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হচ্ছে তাঁর এই পোস্ট


সেই কর্মী জানিয়েছেন যে তিনি আমাজন থেকে মোট ৩ কোটি টাকার কাছাকাছি বেতন নিয়েছেন। এমনকী এই চাকরি তাঁর কতদিন থাকবে তাও তিনি জানেন না। এই পোস্টে ৩০ হাজার ভিউ ও লাইক এসেছে। অনেকেই বলছেন এটি যেন একটি স্বপ্নের চাকরি।


আরও পড়ুন: Unified Pension Scheme: পেনশনের নিয়মে আমূল বদল ! আসছে নতুন স্কিম- কী কী বদল আনল কেন্দ্র ?