Amazon Festival Sale: অ্যামাজনের সেলে বাম্বার ডিলে পাবেন বেবি স্ট্রোলার। আপনি যদি শিশুদের জন্য একটি নিরাপদ, আরামদায়ক ও শক্তিশালী স্ট্রোলার কিনতে চান তাহলে দেখতেই পারেন 'আপগ্রেড ইয়োর হ্যাপিনেস সেল'। এই সেলে স্ট্রোলারের ওপর 50% ছাড় ছাড়াও রয়েছে সিটি ও অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড পেমেন্টে ক্যাশব্যাক অফার। দেখে নিন অ্যামাজনে সর্বাধিক বিক্রি হওয়া স্ট্রোলারগুলি।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
১ LuvLap Sunshine Stroller/Pram
অ্যামাজনের সেলে স্ট্রোলারের দাম 4,899 টাকা হলে তা পাওয়া যাচ্ছে 3,429 টাকায়। ছোট শিশুর জন্য যথেষ্ট শক্তিশালী ও আরামদায়ক, এই স্ট্রোলারটি রিভার্সিবল হ্যান্ডেলবার-সহ 3 পজিশন সিট রিকলাইনে পাওয়া যায়। এই স্ট্রোলারে সামনে ও পিছনের চাকায় ব্রেক রয়েছে।পাশাপাশি মশারির জাল, শপিং বাস্কেট দেওয়া হয়েছে প্র্যামে। নান রঙের অপশন রয়েছে এই স্ট্রোলারে।
এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন প্রিমিয়াম স্ট্রোলারের দাম
২ Luvlap Tutti Frutti Stroller/Buggy
দাম 2,599 টাকা হলেও অ্যামাজনের সেলে এই প্রোডাক্ট আপনি 2,239 টাকায় পাবেন। এই স্ট্রোলারে রয়েছে একাধিক নিরাপত্তার সুবিধা। শিশুর আরামের দিকে খেয়াল রেখেছে কোম্পানি। রোদ থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে ছাউনি। এছাড়াও পিছনের চাকায় রয়েছে ব্রেক। লাইটওয়েট এই স্ট্রোলার সহজেই ভাঁজ করা যায়। হালকা হওয়ায় যেকোনও জায়গায় বহন করা যায় এই স্ট্রোলার। এর পিছনে শিশুর জিনিস রাখার জন্য পকেট ব্যাগ দেওয়া হয়েছে। কুশন ধোয়ার সুবিধা রয়েছে এই স্ট্রোলারে।
লাভ ল্যাপের টুটি ফ্রুটি স্ট্রোলার কিনতে চান, দেখে নিন দাম
৩ Mee Mee Baby Pram
৩ হাজার টাকার কম দামে আপনি ভাল মানের স্ট্রোলার চাইলে Mee Mee Baby Pram দেখতে পারেন। অ্যামাজনের সেলে 4,299 টাকার এই প্রোডাক্ট এখন 2,794 টাকায় পাওয়া যাচ্ছে। 40% ছাড়ে পাবেন এই স্ট্রোলার। এই স্ট্রোলারের 3 টি আলাদা সিট পজিশন রয়েছে। স্লিপিং রিক্লাইনিং ও সিটিং অপশন-সহ এই স্ট্রোলার ব্যবহার করতে পারবেন আপনি। কমপ্যাক্ট সাইজ হওয়ায় এই স্ট্রোলারে ভ্রমণ করা সহজ ও সহজেই এটি ভাঁজ হয়ে যায়। ডাবল প্রটেকশন সেফটি লক, অ্যাডজাস্টেবল ৫-পয়েন্ট সেফটি বেল্ট, ডাবল কুশন ওয়াশযোগ্য কভারে পাওয়া যায় এই বেবি স্ট্রোলার। সবথেকে প্লাস পয়েন্ট 360 ডিগ্রি ঘুরতে পারে এর সামনের চাকা। পিছনের চাকায় ব্রেক লাগানো রয়েছে। রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করার জন্য একটি কভারও দেওয়া হয়েছে শিশুর বেড়ানোর গাড়িতে।
এই লিঙ্কে পেয়ে যাবেন Mee Mee Baby Pram সেরা স্ট্রোলারের দাম ও ফিচার
৪ R for Rabbit Lollipop Lite Colorful Stroller
প্রিমিয়াম কোয়ালিটির স্ট্রোলার কিনতে চাইলে R for Rabbit Lollipop Lite কালারফুল স্ট্রোলার ভাল অপশন হতে পারে। দাম 4,995 টাকা হলেও অ্যামাজনের সেলে এটি 4430 টাকায় পাওয়া যাচ্ছে। বড় সামনের চাকার পাশাপাশি সাসপেনশন শিফট দেওয়া হয়েছে স্ট্রোলারে।শিশুকে ধাক্কা থেকে রক্ষা করে এই সিস্টেম। কোনও ধরনের ধাক্কায় এই প্র্যাম স্বয়ংক্রিয়ভাবে ভাঁজ হয়ে যায়। আপনি আপনার হাত বা পা দিয়ে নিচের বারটিতে ধাক্কা দিলেই এরকম হওয়া সম্ভব। এতেও 5 পয়েন্ট সেফটি দেওয়া হয়েছে।
Rabbit Lollipop Lite Colorful Stroller-এর দাম জানুন এই লিঙ্ক থেকে
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম