অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণ-পূর্বের হাওয়ার দাপটে কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বুধবার থেকে পরিস্থিতি উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগের আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্ক প্রশাসন।


লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণ-পূর্বের হাওয়ার কারণে রবিবার বৃষ্টি হয় কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায়। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার দাপট! রবিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়!


আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। 


মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় ভারী বৃষ্টি হবে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়ার দাপট থাকবে!!


এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে, দক্ষিণ ২৪ পরগনার নামখানার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার করা হচ্ছে। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই ছবি, পূর্ব মেদিনীপুরের দিঘাতেও। প্রশাসনের তরফে, পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।


আরও পড়ুন: WB Corona Cases: করোনায় রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, ১ দিনে আক্রান্ত ৬২৪ জন


আরও পড়ুন: Babul Supriyo: মঙ্গলবার আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন বাবুল সুপ্রিয়