Amazon Festival Sale: অ্যামাজনে ফেস ওয়াশ, বডি ওয়াশ ও গ্রুমিং প্রোডাক্টে রয়েছে বিশাল ছাড়৷ শীতে মুখ ও শরীরের উজ্জ্বলতা বজায় রাখতে প্রয়োজন ফেসওয়াশ ও বডিওয়াশ। যা খুব কম দামে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে। দেখে নিন সেলে বিক্রিত সেরা 5টি ত্বকের যত্ন নেওয়ার প্রোডাক্ট।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


১ Mamaearth Ubtan Natural Face Wash for All Skin Type
Mamaearth-এর Ubtan Facewash-এ 50 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে অ্যামাজনে। সেলে 249 টাকার এই ফেস ওয়াশটি 198 টাকায় পাওয়া যাচ্ছে। হলুদ এবং জাফরানের মতো সব প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ এই ফেস ওয়াশ। যা প্রতিটি ত্বকের জন্য খুবই উপকারী।


মামা আর্থের এই ফেস ওয়াশ নিতে ক্লিক করুন এই লিঙ্কে


২ Aroma Magic  Face Wash 
অ্যামাজনের সেলে শীতকালে মুখের যত্ন নেওয়ার জন্য অ্যারোমা ম্যাজিক ফেস ওয়াশ একটা সেরা অপশন হতে পারে। এর দাম 170 টাকা হলেও সেলে তা 111 টাকায় পাওয়া যাচ্ছে।এই অ্যারোমা ম্যাজিক ফেস ওয়াশ শীতকালে মুখের আর্দ্রতা ধরে রাখে।


এই লিঙ্কে জেনে নিন অ্যারোমা ম্যাজিক ফেসওয়াশের দাম


৩ Himalaya Purifying Neem Face Wash, 400 ml
আপনি যদি মুখের ব্রণ থেকে মুক্তি পেতে চান, তাহলে এই ফেস ওয়াশ আপনার জন্য আদর্শ। এই ফেস ওয়াশ মুখের ময়লা দূর করার পাশাপাশি ব্রণ থেকে রক্ষা করে। মুখের দাগ দূর করতেও সাহায্য করে এই প্রোডাক্ট। এর দাম 350 টাকা। যদিও অ্যামাজনের সেলে এই প্রোডাক্ট 243 টাকায় পাওয়া যাচ্ছে।


হিমালয়ার ফেসওয়াশ চাইলে এই লিঙ্কে ক্লিক করুন


৪ Dove Deeply Nourishing Body Wash
ভালো গুণমানের বডি ওয়াশ চাইলে অ্যামাজনের সেলে দেখতে পারেন Dove Deeply Nourishing Body Wash। Amazon-এর সেলে 284 টাকায় পাওয়া যাচ্ছে এই প্রোডাক্ট। এর দাম 349 টাকা হলেও সেলের ক্ষেত্রে এর উপর ডিসকাউন্ট রয়েছে। এই বডি ওয়াশ শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও দুধের মতো নরম ও মসৃণ অনুভূতি দেয়।   


৫ Dettol Bathing Soap Original
অ্যামাজনের সেলে সেরা বিক্রিত সাবানের তালিকায় রয়েছে ডেটল স্নানের সাবান। স্নান ছাড়াও হাত ধোয়ার জন্যও এই সাবান ব্যবহার করা যেতে পারে। এই প্যাকটিতে 5টি ডেটল সাবান রয়েছে যা আপনার ত্বক ও হাতকে ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে মুক্ত রাখে। আপনি এই সাবান 215 টাকায় কিনতে পারবেন।


এই লিঙ্কে ক্লিক করে ডেটল সাবানের বিশেষ অফার জানুন


আরও পড়ুন : Amazon Festival Sale: গাছের পরিচর্যার জন্য সেলফ ওয়াটার কিট, অ্যামাজনে পান ৪০০ টাকার নিচে


আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনে বড় অফার, শীতের কাঁপুনি থেকে বাঁচতে বাম্পার ডিল রুম হিটারে


আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনে বাম্পার অফার, Vivo V21 5G-তে ২০হাজার টাকা পর্যন্ত ছাড়