তিরুঅনন্তপুরম : করোনার দাপট অব্যাহত। সংক্রমণের ভয়ঙ্কর রূপ দেখেছে কেরল। দক্ষিণের এই রাজ্যে করোনায় ৪১ জন অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে এপর্যন্ত । আজ একথা জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। 


শুধু তাই নয়, দেড় বছর আগে এই রাজ্যে প্রথম সংক্রমিতের হদিশ পাওয়ার পর দফায় দফায় বেড়েছে করোনা সংক্রমণ। উদ্বেগ এতটাই বাড়ে যে করোনায় আক্রান্ত হওয়ার পর ১৪৯ জন আত্মহত্যা করেন। প্রশ্নোত্তর পর্বে কেরল বিধানসভায় একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। কংগ্রেস বিধায়ক টিজে বিনোদের এই প্রসঙ্গে তোলা এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি।


বীণা জর্জ জানান, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের মে , অগাস্ট ও ডিসেম্বর মাসে কেরলের সেরো পজিটিভিটির হার ছিল যথাক্রমে ০.৩৩ শতাংশ, ০.৮৮ শতাংশ ও ১১.৬ শতাংশ। এবছরের মে মাসে যা ৪৪.৪ শতাংশে পৌঁছয়। এবছর অগাস্ট-সেপ্টেম্বরে এই হার বেড়ে হয়েছে ৮২.৬১ শতাংশ। 


কেরলে সেরো পজিটিভিটির এই হারই প্রত্যাশা করা হচ্ছিল। এটা অনেকটা টিকাকরণ ও মানুষের লাইস্টাইলের ফল হিসেবেও ধরা যেতে পারে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা রাজ্য সরকারের কোভিড ম্যানেজমেন্টের প্রতিচ্ছবিও। এই গবেষণা প্রমাণ করে যে, অতিমারীর বিরুদ্ধে রাজ্যের একটা বড় অংশের মানুষের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে।


আর পড়ুন ; দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩,৪৫১, অ্যাক্টিভ কেস গত ২৪২ দিনে সর্বনিম্ন


এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ গতকালের তুলনায় কিছুটা বেড়েছে।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তর সংখ্যা ১৩ হাজার ৪৫১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১২ হাজার ৪২৮। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৮৫। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৫৬।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৪ হাজার ২১।