Online Drug Selling Notice: অনুমতিপত্র বা লাইসেন্স ছাড়াই অনলাইনে দেদার বিকোচ্ছে ওষুধ। দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়াই চলছিল এই কারবার। যার জেরে এবার ফ্লিপকার্ট, অ্যামাজন-সহ মোট ২০ টি সংস্থাকে নোটিস ধরাল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)।


Amazon Flipkart In Trouble: আইন ভঙ্গ নিয়ে কী বলেছে সরকার ? 
অতীতেও ঘটেছে এই ঘটনা। আগেও কিছু ওষুধের ক্ষেত্রে অনলাইনে লেনদেন নিয়ে প্রশ্ন তুলেছিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। অ্যামাজন, ফ্লিপকার্ট হেলথ প্লাসের মতো অনলাইন ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল DCGI। কেন  ওষুধের লাইসেন্স ছাড়া অনলাইনে এগুলি বিক্রি করা হচ্ছে, তার জন্য শোকজ নোটিস পাঠিয়েছে সংস্থা।
 
Online Drug Selling Notice: কীসের ভিত্তিতে এই শোকজ নোটিস ?
গত ১২ ডিসেম্বরের সূত্র ধরে এই এই নোটিস পাঠানো হয়েছে কোম্পানিগুলিকে । দিল্লি হাইকোর্টের একটি নির্দেশর প্রেক্ষাপটে অনলাইন বিজনেস জায়ান্টদের পাঠানো হয়েছে এই বার্তা। গত ৮ ফব্রুয়ারি DCGI ভিজি সোমানি এই নোটিস পাঠিয়ছেন কোম্পানিগুনিকে। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট বলছে, কোনও বৈধ অনুমতিপত্র ছাড়া অনলাইনে ওষুধ বিক্রি করতে পারবে না ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো কোম্পানিগুলি। দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দেওয়ার পরই অনলাইন কোম্পানিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উঠেপড়ে লেগেছে সংস্থা।


Amazon Flipkart In Trouble: ২ দিনের সময়সীমা
তবে এই প্রথমবার নয়। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। ২০১৯ সালেও এই ধরনের ঘটনা ঘটেছে। গত মে মাসেও এই নিয়ে অভিযোগ জমা পড়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)-এর কাছে। এবার শোকজের জবাব দিতে মাত্র ২ দিন সময়সীমা বিঁধে দিয়েছে সরকার। ই-টেলার্স কোম্পানিগুলিকে বলা হয়েছে,কেন অনুমতি ছাড়া ওষুধ রাখা, দেখানো ও বিক্রির জন্য কোম্পানিগুলর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাক অভিযুক্ত ২০ টি কোম্পানি। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


Online Drug Selling Notice: অনলাইনে কীসে অনুমতি দেওয়া হয় না ?
ইতিমধ্যেই নোটিশ পাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছে  Flipkart Health Plus। কোম্পানি জানিয়েছে,দেশের আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা। কোম্পানি জানিয়েছে, তারা CDSCO (সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন) এর কাছ থেকে নোটিশ পেয়েছে। এর যথাযথ জবাব দেওয়া হচ্ছে অথরিটিকে। ফ্লিপকার্ট হেলথ প্লাস আরও বলেছে, বর্তমানে ডিজিটাল হেলথ কেয়ার মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম এক বড় বাজার। এখানে  দেশ জুড়ে লক্ষ লক্ষ গ্রাহক সাশ্রয়ী মূল্যে ওষুধের সুবিধা পেতে পারেন। স্বাস্থ্যপরিষেবা সংক্রান্ত এই সুবিধা দিতে তাই ফ্লিপকার্ট বদ্ধপরিকর।


EPFO Alert: EPFO গ্রাহকরা সাবধান ! ভুল করেও এই ভুল করবেন না, হারাবেন টাকা