Amazon Great Freedom Festival Sale 2022: সম্প্রতিই অ্যামাজনের প্রাইম ডে সেল (Amazon Prime Day Sale 2022) শেষ হয়েছে। এবার আরও একটি নতুন সেলের ঘোষণা করল এই ই-কমার্স (Amazon India) সংস্থা। চলতি মাসেই চালু হতে চলেছে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল (Amazon Great Freedom Festival Sale 2022)। প্রতি বছরই গ্রাহকদের জন্য এই সেল অ্যামাজনের তরফে থাকে। স্বাধীনতা দিবসের কয়েকদিন আগে শুরু হয় সেল। শেষও হয়ে যায় স্বাধীনতা দিবসের প্রাক্কালেই। এই বছর ৬ অগস্ট শুরু হবে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল। আর সেল চলবে ১০ অগস্ট পর্যন্ত।


পাঁচদিনের এই সেলে কী কী জিনিসে কত ছাড় থাকতে চলেছে


অ্যামাজনের তরফে জানানো হয়েছে স্মার্টফোন, ল্যাপটপ, অ্যামাজনের নিজস্ব ডিভাইসের পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক্সেও ছাড় থাকতে চলেছে এই গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে। ক্রেতাদের এসবিআই- এর কার্ড থাকলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। যাঁরা রাখির জন্য উপহার কিনবেন ভাবছেন, তাঁরা এই সেলের দিকে নজর রাখতেই পারেন। সাধারণ গ্রাহকদের জন্য সেল ৬ অগস্ট শুরু হলেও প্রাইম মেম্বাররা একদিন আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন।


বিশেষ আকর্ষণ


অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে রেগুলার ডিসকাউন্ট এবং লিমিটেড পিরিয়ড ডিল শুরু হবে রাত ৮টা থেকে (৬ থেকে ১০ অগস্ট)। আর চলবে মধ্যরাত পর্যন্ত। ৪০ শতাংশ ছাড় থাকবে স্মার্টফোন এবং অন্যান্য অ্যাকসেসরিজে। ছাড়ের পাশপাশি থাকবে নো-কস্ট ইএমআই অপশন, এক্সচেঞ্জ অফার এবং অন্যান্য অনেক অফার।


ল্যাপটপের ক্ষেত্রে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় থাকতে চলেছে অ্যামাজনের আসন্ন সেলে। হেডফোনের ক্ষেত্রে ছাড় থাকবে ৭৫ শতাংশ পর্যন্ত। আর ট্যাবের ক্ষেত্রে ৪৫ শতাংশ পর্যত ছাড় পেতে পারেন ক্রেতারা। অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট যেমন- কিন্ডল ই-রিডার, ইকো স্পিকার এবং ফায়ার টিভি স্টিক কিনতে পারবেন বেশ অনেকটা ছাড়ে।


অ্যামাজনের প্রাইম ডে সেলের থেকেও অনেক বেশি ছাড় এবং আকর্ষণীয় ডিল-অফার থাকবে আসন্ন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে। নির্দিষ্ট ভাবে অফারের কথা আগামী দিনে প্রকাশ্যে আনবে অ্যামাজন সংস্থা, এমনটাই মনে করা হচ্ছে।


আরও পড়ূন- ভারতে আসছে ইনফিনিক্স হট ১২ প্রো, কবে লঞ্চ? দেখে নিন সম্ভাব্য ফিচার