Honda N7X SUV: দেশে সেডান, হ্যাচব্যাকের প্রতিযোগিতায় বেড়েই চলেছে এসইউভি গাড়ির চাহিদা। ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখে শীঘ্র্ই ভারতের বুকে নতুন এসইউভি আনতে চলেছে হন্ডা। আগামী কয়েক দিনের মধ্যে বাজারে তাদের নতুন এসইউভি Honda N7X (সম্ভাব্য নাম) আনতে পারে। Honda Hyundai Creta, Kia Seltos, Tata SUV-এর মতো Harrier ও Mahindra XUV 700-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে এই গাড়ি। এই নতুন এসইউভি চেহারা ও বৈশিষ্ট্যের দিক 
থেকে খুবই আকর্ষণীয় হতে পারে।


Upcoming Honda SUV: ইঞ্জিন কেমন হবে ?


মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নতুন Honda N7X ৫ সিটার ও ৭ সিটার অপশনে পাওয়া যাবে। এই গাড়িতে ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন দেওয়া হতে পারে। এ ছাড়াও CVT অটোমেটিক ও ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের বিকল্পে দেখা যাবে এই গাড়ি। Honda এই SUVটি S,E, Prestige ও Prestige HS এর মত ট্রিম অপশনে পাওয়া যেতে পারে।


Honda N7X SUV: কী কী বৈশিষ্ট্য থাকবে গাড়িতে ?


চেহারার দিক থেকে Honda N7X হন্ডা সিটি ও সিভিকের মতো প্রিমিয়াম সেডানের বড় মাল্টি-স্ল্যাট ক্রোম গ্রিল পেতে পারে। এতে বাম্পারে ফগ ল্যাম্প, মাল্টি-স্পোক অ্যালয় হুইল, মাউন্টেড উইং মিরর, এলইডি হেডল্যাম্প, ডুয়াল টোন ডোর ও এল-শেপড এলইডি ডিআরএলও দেখা যাবে। আমরা যদি এই নতুন SUV-এর বৈশিষ্ট্যগুলি দেখি, তাহলে এতে একাধিক এয়ারব্যাগ, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ আরও অনেক সূচক ও সুরক্ষা বৈশিষ্ট্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে এই নতুন Honda SUV-র দাম ১২ লক্ষ টাকার ওপরে হতে পারে।


শোনা যাচ্ছে, কমপ্যাক্ট এসইউভির পথে হাঁটতে পারে হন্ডা। এখনই দেশের বাজারে বড় এসইউভি আনবে না কোম্পানি। সেই ক্ষেত্রে নতুন গাড়িতে থাকতে পারে হাইব্রিড মডেল। সম্প্রতি টয়োটা ও মারুতির গ্র্যান্ড ভিটারা নজর কেড়েছে ভারতীয় ক্রেতার। সেই জায়গায় প্রিমিয়াম কমপ্যাক্ট এসইউভি এনে এই বাজার ধরতে চাইবে হন্ডা। সাব ফোর মিটার না হলেও তার থেকে সামান্য বড় হতে পারে এই গাড়ি।