Amazon India: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২ সেল (Amazon Great Indian Festival 2022 Sale) শুরু হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। অ্যামাজনের এই সেলে এসবিআই (SBI) কার্ডে কেনাকাটা করলে ইন্সট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও প্রথম কেনাকাটার উপরে ফ্ল্যাট ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এম এবং আইকিউওও অ্যামাজনের এই সেল স্পনসর করেছে। ফলে অনুমান করা যাচ্ছে যে এই দুই ব্র্যান্ডের ফোনের দামে ছাড় থাকবে।


অ্যামাজনের প্রাইম মেম্বাররা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২ সেলে আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। ওয়ানপ্লাস, স্যামসাং, শাওমি এবং আইকিউওও- এই চারটি জনপ্রিয় সংস্থার ফোনে ৪০ শতাংশ ছাড় থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি রেডমি ১১ প্রাইম ৫জি। আইকিউওও জেড৬ লাইট ৫জি, আইফোন ১৪ সিরিজের ক্ষেত্রে অ্যামাজনের এই সেলে ছাড় থাকবে বলে মনে করা হচ্ছে।


অ্যামাজনের সেলে ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোন এবং আরও অনেক ইলেকট্রনিক্স ডিভাইসে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে অ্যামাজনের এই সেলে। শুরুর দিন বিশেষ ছাড় থাকবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও প্রতি ৬ ঘণ্টায় দারুণ অফার থাকবে বলেও মনে করা হচ্ছে।


Kickstarter Deals


অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২২ শুরু হবে ২৩ সেপ্টেম্বর। তবে বর্তমানে এই ই-কমার্স সংস্থায় চালু রয়েছে Kickstarter Deals। এই সেলে এসবিআই- এর ডেবিট এবং ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা ১০ শতাংশ ছাড় পাবেন। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সেল। Kickstarter Deals- এর ক্ষেত্রে ওয়ানপ্লাস ৯ প্রো ফোনে ১৫ হাজার টাকা ছাড় রয়েছে। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফার পাবেন স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড টিভি- র ক্ষেত্রে। ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনের ক্ষেত্রেও রয়েছে ছাড়। Crossbeats Torq and Boat Airdopes 441 Pro- এর ক্ষেত্রে দাম অনেকটাই কম রয়েছে অ্যামাজনের এই সেলে।


Flipkart Big Billion Days Sale 2022


ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে Big Billion Days Sale 2022। মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসে থাকতে চলেছে আকর্ষণীয় ডিল এবং অফার। এখনও এই সেল শুরুর দিনক্ষণ ঘোষণা করেনি ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। রিয়েলমি, পোকো, ভিভো এবং স্যামসাংয়ের ফোনের পাশাপাশি আইফোনেও থাকছে ছাড়। ইলেকট্রনিক্স ডিভাইস এবং বিভিন্ন অ্যাকসেসরিজের উপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।


আরও পড়ুন- অ্যাপল ওয়াচ সিরিজ ৭ ও ৮-এর মধ্যে এগিয়ে কে ? কোনটায় বেশি ফিচার ?