এসে পড়েছে উৎসবের মরশুম। দুর্গাপুজো, দশেরা, কালিপুজো, দেওয়ালি, ভাইফোঁটা, ছট। একের পর পুজো, অনুষ্ঠান। আর এই সময়েই তো সকলে শখের জিনিস, কাজের জিনিস ইত্যাদি কিনে নিতে পছন্দ করেন।


উৎসবের মরসুম মানেই প্রিয়জনের জন্য উপহার। কিংবা নিজের পছন্দের জিনিস কিনে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ। আর তার মধ্যে যদি সেই জিনিসের দাম অন্যান্য সময়ের তুলনায় কম হয়, তাহলে তো কথাই নেই!


উৎসবের আমেজকে স্পেশাল করে তুলতে হাজির আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। শনিবার থেকেই শুরু হয়ে গেল বহু প্রতিক্ষিত এই সেল। তবে অ্যামাজন প্রাইম মেম্বাররা অবশ্য একদিন আগে থেকে সুযোগ পেতে শুরু করেছেন।


গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু হল ১৭ অক্টোবর। প্রথমবার প্রাইম মেম্বারদের জন্য ২৪ ঘণ্টা আগে। ভাল ডিল নিয়ে এসেছে আমাজন।। মোবাইল ফোনে ৪০ শতাংশ অবধি ছাড়। টিভি আর অ্যাপ্লায়েন্সে ৭৫ শতাংশ, ফ্যাশনে ৮০ শতাংশ অবধি ডিসকাউন্ট।


করোনা-আবহে দোকানে গিয়ে, নিজে হাতে নেড়েচেড়ে পছন্দের জিনিস কেনা মুশকিল। কিন্তু, সেই অনুভূতিটাই আপনি পাবেন আমাজনে। ঘরে বসেই হাজারটা জিনিস দেখে, যাচাই করে, নিজের পছন্দসই জিনিস বেছে নিতে পারেন।


আর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে আমাজন যেসব অফার নিয়ে এসেছে, তা তো সোনায় সোহাগা! ঘরে এত কম দামে পছন্দের জিনিসটি পেয়ে যাওয়া মানে তো হাতে চাঁদ পাওয়া! সংস্থার এক কর্তা জানান, গ্রাহকরা নিরাপদ থাকতে চায়। তাই অনলাইনে কেনাকাটা বাড়িয়েছে। কোটি কোটি প্রোডাক্ট এক জায়গায়।


শুধু ক্রেতা নয়, আমাজনে বিক্রেতাদের জন্যও রয়েছে সুবর্ণ সুযোগ। ওই কর্তা জানান, সাড়ে ছ’লাখের বেশি বিক্রেতা অ্যামাজনে এসে তাদের জিনিস দেখাতে পারবে। বিক্রি করতে পারবে। এদের ব্যবসা বাড়াতে চাইছি। যাতে কোটি কোটি মানুষের কাছে পৌঁছতে পারে।


ডিজিটাল যুগে মানুষের প্রবণতা গ্যাজেট কেনার দিকে। মনে হয় উৎসবের আগে হাতে আসুক নতুন গ্যাজেট। আর সে জন্যই চোখ বুলিয়ে নেওয়া দরকার আমাজন অনলাইন ক্রয়-বিক্রয় সংস্থা নানা আইটেমের উপর কেমন ছাড় দিচ্ছে, দাম কত আসছে। কোভিড মহামারীতে মানুষকে বার বার ভিড়ের দোকান বাজারে যেতে বারণ করা হচ্ছে। তাই অনলাইন শপিং সেদিকে দিয়েও আলাদা গুরুত্বপূর্ণ।


গ্রেট ইন্ডিয়ান ফেন্সটিভাল সেলে স্টেট ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও ৬ হাজার টাকার বেশি কেনাকাটায় আরও ১০ শতাংশ ছাড় দিচ্ছে আমাজন।


এক নজরে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের সেরা অফারগুলিতে চোখ রাখা যাক---


বড় ছাড় পাওয়া যাচ্ছে বোস কোয়াইট কমফোর্ট ৩৫- ওয়্যারলেস হেডফোনে। ২৯ হাজার ৩৬৩ টাকা থেকে দাম কমে এই অ্যাকটিভ নয়েজ ক্যানসেলিং হেডফোনের দাম হয়েছে ২৩ হাজার ৪৮৯ টাকা। বোস কোয়াইট কমফোর্ট ৩৫- তে রয়েছে এনএফসি কানেক্টিভিটি।


আসুস টিইউএফ ১৫.৬ ইঞ্চি গেমিং ল্যাপটপের এমনিতে দাম ৭৭ হাজার ৯৯০ টাকা। কমে হয়েছে ৫৯ হাজার ৯৯০ টাকা। এতে রয়েছে অষ্টম জেনারেশান ইনটেল কোর আই-৫ চিপসেট আর ৮ জিবি র‌্যাম।


৯৫ হাজার ৩৯০ টাকা থেকে কমে আইফোন এক্স ৬৪ জিবির দাম হয়েছে ৬৯ হাজার ৯৯৯ টাকা। নতুন আইফোন এক্স-এস না কিনে এই ফোন কিনে অনেকটা টাকা বাঁচাতে পারেন।


৯২ হাজার ১৯৯ টাকা থেকে দাম কমে এসার নিটরো ১৫.৬ ইঞ্চি গেমিং ল্যাপটপের দাম হয়েছে ৬৪ হাজার ৯৯০ টাকা। ল্যাপটপের ভিতরে আছে লেটেস্ট জেনারেশানের কোর-আই ৭ প্রসেসার।


আরও একটি জনপ্রিয় গ্যাজেট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং হেডফোন। ২৫ হাজার ২০০ টাকা দাম হলেও এই সেলে মাত্র ১২ হাজার ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে বোস কোয়াইট কমফোর্ট ২৫ হেডফোন।


২৮ হাজার ৫০০ টাকা থেকে দাম কমে মাত্র ১৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে স্যামসাং গিয়ার এস থ্রি ফ্রন্টিয়ার স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে।


তিন হাজার টাকা দাম কমে ৪৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ভিভো নেক্স (৮ জিবি, ১২৮ জিবি) । এই ফোনে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।


২৯ হাজার ৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে জেবিএল সিনেমা এসবি ২৫০ সাউন্ডবার। যে কোনও টিভির সঙ্গে ব্যবহার করা যাবে এই ডিভাইস।


৬ জিবি র‌্যাম ভেরিয়েন্টের ওয়ান প্লাস সিক্স ৩৪ হাজার ৯৯৯ টাকার পরিবির্তে মাত্র ২৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ৮জিবি র‌্যাম ভেরিয়েন্টের দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ৩৪ হাজার ৯৯৯ টাকা।