কলকাতা: আর জ্বর আসেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রাতে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হলেও দিনের বেলা তা খুলে নেওয়া হয়। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এনআরবিএম মাস্কের সাহায্যে মাঝেমাঝে দেওয়া হচ্ছে অক্সিজেন।


বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, কথা বললে বুঝতে পারছেন অভিনেতা, দিচ্ছেন উত্তর।  শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং স্নায়ুরোগজনিত সমস্যা কমানোর জন্য দেওয়া হচ্ছে ওষুধ।


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেওয়া হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনো গ্লোবিউলিং এবং থাইমোসিন আলফা ওষুধ। এনসেফ্যালোপ্যাথি কমানোর জন্য পালস মিথাইল প্রেডনিসোল ওষুধের মাত্রা বাড়ানো হয়েছে।


ফিজিও থেরাপির পাশাপাশি চলছে মিউজিক থেরাপি। হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতাকে মূলত রবীন্দ্রসঙ্গীত ও পছন্দের সিনেমার গান শোনানো হচ্ছে। তাতে ইতিবাচক সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।