নয়াদিল্লি: মোবাইলে বছরের সেরা ছাড় দিতে চলেছে অ্যামাজন(Amazon)। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেঞ্জে ধামাকা অফার দিতে চলেছে কোম্পানি।Amazon Great Indian Festival Sale-এর মাইক্রো সাইটে সম্প্রতি মোবাইলের বিপুল ছাড়ের টিজার দিয়েছে কোম্পানি। তবে এই ছাড়ের নির্দিষ্ট দিনের কথা ঘোষণা করেনি আমেরিকান ই-কমার্স জায়ান্ট।  


Amazon Great Indian Festival Sale:কোন মোবাইল কত সস্তা ?
মাইক্রো সাইটের টিজার বলছে, OnePlus 9 5G-র দাম লঞ্চ প্রাইস থেকে কমপক্ষে ১০,০০০ টাকা কম হবে মেগা সেলে। আগে এর স্টিকার প্রাইস ছিল ৪৯,৯৯৯টাকা। OnePlus 9 Pro-এর দামে ১৫,০০০ টাকা ছাড় দেবে কোম্পানি। এই ফোনের দাম ছিল ৬৪,৯৯৯টাকা।


তবে এই ফোনগুলি নয়, আরও বহু ফোনে বাম্পার অফার দিতে চলেছে Amazon। শীঘ্রই এই সেলের বিষয়ে আরও বিষয়ে জানাবে কোম্পানি।Oppo, Vivo, and Samsung Galaxy M series-এর ওপর ছাড়া শুরু হতেপারে আগামী ২৯ সেপ্টেম্বর। সব থেকে বড় বিষয় আইফোনের ওপর ছাড়া শুরু হতে পারে ২৮ সেপ্টেম্বর। 


৪ অক্টোবর (Amazon Great Indian Festival Sale) শুরু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদল করেছে কোম্পানি। এবার আরও এগিয়ে এল অ্যামাজনের মেগা সেল। কেন এই তারিখ বদল তাও জানিয়ে দিল ই-কমার্স জায়ান্ট।Amazon Great Indian Festival Sale-এর নতুন দিনঘোষণার ২ দিনের মধ্যেই বদলে গেল অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের(Amazon Great Indian Festival Sale)দিন। রবিবার কোম্পানি অফিশিয়ালি জানিয়েছে, আগামী ৩ 
অক্টোবর থেকে শুরু হচ্ছে তাদের বাম্পার সেলের অফার। একদিন আগে এগিয়ে আনা হয়েছে সেলের দিন।


কেন এই দিন বদল Amazon-এর
গেজেট ৩৬০-কে অ্যামাজনের তরফে জানানো হয়েছে- ক্রেতাদের বিশ্বাস ও লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ীর সুবিধার কথা মাথায় রেখে সেলের দিন এগিয়ে আনা হয়েছে। উৎসবের মরশুমে সবাইকে সেরাটা দেওয়াই কোম্পানির মূল উদ্দেশ্য।সেই কারণেই এই দিন বদলের সিদ্ধান্ত।আগামী ৩ অক্টোবর (Amazon Great Indian Festival Sale)শুরু হচ্ছে। আগের মতোই অ্যামাজন প্রাইম মেম্বাররা আগে অফারে নেওয়ার সুযোগ পাবেন।


শুক্রবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা করেছিল আমেরিকান ই-কমার্স জায়ান্ট।যদিও এবার সেই দিন আরও একদিন এগিয়ে এল। এবারও উৎসবের মরশুমে সারা মাস জুড়ে চলবে এই মেগা ছাড়ের মেলা। কোম্পানির তরফে জানানো হয়েছে, এবার ১০০০-এরও বেশি নতুন প্রোডাক্ট লঞ্চ হবে এই মেলায়। যার মধ্যে Apple, HP, Lenovo, OnePlus, Samsung, Sony ও Xiaomi-র নাম রয়েছে।


অ্যামাজনের সেলে কী সুবিধা ?
Amazon Great Indian Sale-এ HDFC Bank-এর সঙ্গে জুটি বাঁধবে ই-কমার্স জায়ান্ট।সেলের সময় HDFC Bank-এর ডেবিট অথবা ক্রেডিট কার্ডে জিনিস কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতা। Bajaj Finserv কার্ডেও পাবেন সুবর্ণ সুযোগ।এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে জিনিস কিনলে ইএমআই-এ কোনও ধরনের আলাদা টাকা নেবে না বাজাজ। কোম্পানির ডেবিট অথবা ক্রেডিট কার্ড দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম।