Amazon Navratri Sale: অ্যামাজনের নবরাত্রি সেলে সাইকেলের ওপর বিপুল ছাড় দিচ্ছে কোম্পানি। বড়দের সঙ্গে ছোটদের সাইকেলেও পাবেন দারুণ ডিল। তাই বাড়িতে সাইকেল কেনার হলে এখনই দেখতে পারেন অ্যামাজনের সেল।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


মাত্র ২১৯৯ টাকা থেকে শুরু হচ্ছে ছোটদের সাইকেল। এছাড়াও নামী ব্র্যান্ডে রয়েছে বিপুল ছাড়ের সম্ভার। বড়দের সাইকেলের ক্ষেত্রে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিভিন্ন কোম্পানি। এসবই পাওয়া যাবে অ্যামাজনের সেলে। 


বড়দের সাইকেল
Hero Sprint Men's Frame Santiago 26T SS Hybrid Bike
৬৯৯৯টাকার এই হাইব্রিড সাইকেল এখন পাওয়া যাচ্ছে কেবল ৪৯৯৯টাকায়। অ্যামাজনের নবরাত্রি সেলেই পাওয়া যাচ্ছে এই অফার। ২৫০০ টাকা বা ৩৬ শতাংশ এই সাইকেল কিনলে সাশ্রয় করতে পারছেন আপনি। সিঙ্গল গিয়ার স্পিডের সাইকেলে ১৮ ইঞ্চির ফ্রেম সাইজ রয়েছে। সঙ্গে দেওয়া হয়্ছে অ্যান্টি স্কিড প্যাডেল। যারফলে প্যাডেল করার সময় পিছলে যাওয়ার সম্ভাবনা কম রাইডারের। 


বড়দের সাইকেলের বিষয়ে জানতে ক্লিক করুন এই লিঙ্কে


Leader Scout MTB 26T মাউন্টেইন বাইসাইকেল
অ্যামাজনের সেলে ৬৫০০ টাকার এই সাইকেল এখন ৫১১০ টাকায় পাওয়া যাচ্ছে। ২১ শতাংশ ছাড়ের ফলে আপনার সাশ্রয় হচ্ছে ১৩৯০ টাকা। এটি আসলে একটি মাউন্টেইন বাইক। যা উঁচু-নিচু রাস্তা চলার পক্ষে আদর্শ। ২৬ ইঞ্চি চাকার এই সাইকেল তৈরি হয়েছে ১৮৯ ইঞ্চির ফ্রেমে। সাইড স্ট্যান্ড ছাড়াও 'টি টাইপ' হ্যান্ডেল দেওয়া হয়েছে সাইকেলে।


ছোটদের সাইকেল
VECTOR 91 Single Speed Kid's Cycle
বড়দের পাশাপাশি অ্যামাজনের সেলে ছোটদের সব সাইকেলেই রয়েছে কিছু না কিছু অফার।৭৪৯৯ টাকার VECTOR 91 সাইকেল এখন অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে ৬৯৯৯টাকায়। ৭ শতাংশ ছাড় পাওয়ায় আপনার সাশ্রয় হচ্ছে ৫০০টাকা। এক নজরেই এই সাইকেল ভালো লেগে যাবে আপনার শিশুর। ছোটদের দেওয়ার ক্ষেত্রে ভেবে দেখতেই পারেন এই মডেল। ১৬ ইঞ্চির চাকা দেওয়া হয়েছে এই সাইকেলে। মোটা টায়ারের সঙ্গে পিছনের চাকায় রয়েছে আলাদা দুটি গ্রাউন্ড সাপোর্ট।যাতে রাস্তায় বেরোলে ব্যালেন্স না হারায় শিশু।


Hero Blast 20T 
শিশুদের জন্য ভেবে দেখতেই পারেন হিরো ব্লাস্ট মডেল। ৪৬৫৮ টাকার এই সাইকেল এখন অ্যামাজনের সেলে ৩৮৯৯টাকায় পাওয়া যাচ্ছে। যার ফলে ৭৫৯ টাকা সব মিলিয়ে ১৬ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতা। ৮৫ শতাংশ অ্যাসেম্বল অবস্থায় ক্রেতার কাছে পৌঁছনো হয় এই ছোটদের সাইকেল। ২০ ইঞ্চির টায়ার রয়েছে সাইকেলে। বাইকের ফ্রেম সাইজ ১২ ইঞ্চি। ৭ থেকে ৯ বছরের শিশুরা এর জন্য আদর্শ। ন্যূনতম রাইডারের উচ্চতা হওয়া উচিত ৩ ফুট ১০ ইঞ্চি| 


এই লিঙ্কে ক্লিক করে জানুন হিরো ব্লাস্টের দাম, ফিচার



আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার


আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম


আরও পড়ুন : Amazon Navratri Sale: অ্যামাজন নবরাত্রি সেলে দারুণ অফার, ২০০০টাকার মধ্যে পাবেন স্মার্ট ফিটনেস ট্র্যাকার