Amazon Festival Sale: ফ্যাশনেবল ও স্টাইলিশ পোশাক কিনতে বাইরে যেতে হবে না। ঘরে বসেই অর্ডার দিতে পারেন অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে। বড় ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি আনুষাঙ্গিক জিনিসগুলিও কিনতে পারবেন এই সেলে। পুরুষদের সঙ্গে মহিলা ও ছোটদের পাশাকের বিপুল সম্ভার রয়েছে Amazon Great Indian Festival Sale-এ।


সেল নিয়ে জানতে ক্লিক করুন ; অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল


মহিলাদের পোশাকের উপর ব্যাপক ছাড়


বিখ্যাত ব্র্যান্ডের মহিলাদের পোশাকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন ইন্ডিয়া। ওয়েবসাইটে এই 'গ্রেট ইন্ডিয়ান শপিং ফেস্টিভ্যাল'-এ আপনি কুর্তা স্যুট ও স্যুট সেট (৬০-৮০)শতাংশ ছাড়ে কিনতে পারেন।শাড়ি ও পোশাকের অন্যান্য সরঞ্জামে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতা।আপনি ওয়েস্টার্ন পোশাকগুলিতে ৫০-৮০ শতাংশ ও শীতকালীন পোশাকে ৪০-৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি।


অ্যামাজনে মহিলাদের পোশাকে বিপুল ছাড়, জেনে নিন কীসে চলছে দারুণ অফার


পুরুষদের পোশাকে দারুণ ডিল
টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ও ট্রাউজার-সহ পুরুষদের পোশাকের উপর ৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন। পুরুষদের ডেনিমগুলিতে রয়েছে ৪০-৮০ শতাংশ ছাড়। পার্টি শার্ট ও ট্রাউজারগুলিতেও পাওয়া যাচ্ছে একই ডিসকাউন্ট। শীতকালীন পোশাকে ৪০-৭০ শতাংশ ডিসকাউন্ট ছাড়াও রয়েছে ভারতীয় পোশাকে ৫০-৮০ শতাংশ ছাড়ের সুযোগ।


পুরুষদের পোশাকে দারুণ অফার দিচ্ছে অ্যামাজন, কোন কোন ব্র্যান্ডে কী ছাড় ?


শিশুদের পোশাকের উপর ব্যাপক ছাড়
পুরুষ, মহিলা ছাড়াও অ্যামাজনে ছোটদের পোশাকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এই সেলে সব বড় ব্র্যান্ডে ছাড় দিচ্ছে এই ই-কমার্স জায়ান্ট।


এই ব্র্যান্ডগুলিতে দুর্দান্ত ছাড়:


BIBA তে রয়েছে 55-70% ছাড়
ইউএস পোলোতে কমপক্ষে 50% ছাড়
MAX-এ পাচ্ছেন 50% পর্যন্ত ছাড়
অ্যাডিডাসে 45-65% পর্যন্ত ছাড়
অ্যালেন সোলিতে 40-60% ছাড়
PUMA-তে ক্রেতা পাবেন ন্যূনতম 40-60% ছাড়
শপারস স্টপে থাকছে 70% পর্যন্ত ছাড়
লিভাইসে কমপক্ষে 50% ছাড়
রিবকে 40-60% পর্যন্ত ছাড়


পুরুষদের পোশাকে দারুণ অফার দিচ্ছে অ্যামাজন, কোন কোন ব্র্যান্ডে কী ছাড় ?


অ্যামাজনের হোম ব্র্যান্ডগুলিতে দুর্দান্ত সেল:


2 SYMBOL LONGIES এর টি-শার্ট পাবেন ৪৯৯ টাকার কম দামে 


MYX Womanista কুর্তা ও শাড়িতে 65-80% ছাড়


HOUSE & SHIELD SYMBOL রেগুলার পরিধানে পাবেন ন্যূনতম 65% ছাড়


শীতকালীন পোশাকের উপর ন্যূনতম 65% ছাড়


AKA CHIC EDEV and IVY ওয়েস্টার্ন পোশাকে 65-80% ছাড়


JAM & HONEY বাচ্চাদের পোশাক পাবেন ৪৯৯টাকার কম দামে


পুরুষদের জন্য SYMBOL NAYAK এর এথনিক ওয়েরে থাকছে 80% পর্যন্ত ছাড়


অ্যামাজনে মহিলাদের পোশাকে বিপুল ছাড়, জেনে নিন কীসে চলছে দারুণ অফার


গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বিক্রয় অফার:


সহজ বিনিময় এবং রিটার্নে সুবিধে 
৩০০০টাকা বা তার বেশি টাকার জিনিস কিনলে পাবেন ৩০০ টাকা ক্যাশব্যাক


HDFC কার্ডের মাধ্যমে পেমেন্টে ১০ শতাংশ অতিরিক্ত ছাড়


প্রাইম সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধা


২টির বেশি পোশাক কেনার সময় অতিরিক্ত ২০ শতাংশ ছাড়


নতুন পোশাকের ওপর থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়


আরও পড়ুন : Amazon Festival Offer: অ্যামাজনে গুগল পিক্সেল ফোনে বাম্পার সেল, প্রতিটি মডেলেই থাকছে ছাড়


আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের


আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন


আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়