Amazon Sale: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৩ (Amazon Great Republic day Sale 2023) সব গ্রাহকদের জন্য শুরু হয়ে গিয়েছে। ১৫ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল। অ্যামাজন প্রাইম মেম্বাররা (Amazon Prime member) অবশ্য ১৪ তারিখ মাঝরাত থেকে এই সেলে কেনাকাটার সুযোগ পেয়েছিলেন। মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ, স্মার্ট টিভি, অ্যামাজন ডিভাইস এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের উপর থাকছে ছাড়। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। প্রায় ২৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এক্ষেত্রে। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৩- এ কোন কোন স্মার্টফোনের দাম ছাড় রয়েছে, একঝলকে দেখে নেওয়া যাক।


আইফোন ১৩ (১২৮ জিবি)


অ্যাপেলের আইফোন ১৩ ১২৮ জিবি মডেল পাওয়া যাচ্ছে ৫৯,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ৬৯,৯০০ টাকা। এক্সচেঞ্জ অফারেও এই আইফোন কেনা যাবে। সেক্ষেত্রে ১৮,০৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। প্রায় ১২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে এসবিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। 


ওয়ানপ্লাস ১০আর ৫জি


অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ওয়ানপ্লাসের এই ফোন কেনা যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে এই দামে কেনা যাবে ফোন। এই ফোনও এক্সচেঞ্জ অফারে কেনার সুযোগ থাকছে। এখানেও ১৮,০৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। 


রিয়েলমি নারজো ৫০


রিয়েলমির এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের রিপাবলিক ডে সেল ২০২৩- এ এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। এখানেও ক্রেতাদের জন্য থাকছে এক্সচেঞ্জ অফার। ৯৩০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। রিয়েলমি নারজো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম। 


আইকিউওও নিও ৬


ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর এই ফোনের আসল দাম ৩৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ২৭,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারে এই ফোন কেনার সুবিধা রয়েছে। ১৮,০৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এসবিআই কার্ড থাকলে অতিরিক্ত ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। আইকিউওও নিও ৬ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। 


আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো এ৭৮ ৫জি, কবে লঞ্চ হবে এই ফোন? সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন দেখে নিন একনজরে