RBI Approval: জোমাটোর পর এবার আমাজন পে। রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র পেল আমাজন পে। এবার থেকে পেমেন্ট এগ্রিগেটর হিসেবেও কাজ করতে পারবে আমাজন পে। আমাজন ইন্ডিয়ার ফিনটেক মেজর সংস্থা আমাজন পে (Amazon Pay) সোমবার জানিয়েছে যে তারা রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেয়ে গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্ক অনুমোদিত পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির তালিকায় নথিভুক্ত হয়েছে আমাজন পে-র নাম।


আমাজন পে-র স্পোকসপার্সন সংবাদমাধ্যমকে জানিয়েছে, 'আমরা খুবই উত্তেজিত এবং কৃতজ্ঞ যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আমাদের (Amazon Pay) পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আমরা সমস্ত ব্যবসায়ী ও গ্রাহকদের সমস্ত প্রয়োজন ও আশা পূরণের চেষ্টায় সতত নিয়োজিত থাকব, এমনই প্রতিশ্রুতিবদ্ধ রইলাম।' মূলত পেমেন্ট এগ্রিগেটরদের কাজ হল ই-কমার্স ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে কোনও কেনাকাটার সময় গ্রাহকদের থেকে টাকা সংগ্রহ করা। এক্ষেত্রে যিনি ব্যবসায়ী বা যে ব্যবসায়িক সংস্থা রয়েছে, তাদের নিজস্ব কোনও পেমেন্ট ইন্টারফেস তৈরি করার দরকার পড়ে না। নিয়ন্ত্রক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে, সমস্ত পেমেন্ট গেটওয়েগুলিকে একটি নির্দিষ্ট এগ্রিগেটর লাইসেন্স নিতে হবে সমস্ত ধরনের ডিজিটাল পেমেন্ট লেনদেন করার জন্য।


সংস্থা জানিয়েছে যে, এই ছাড়পত্র পাওয়ার ফলে আমাজন পে-র পক্ষ থেকে তাঁর চ্যানেল ডিস্ট্রিবিউশনের কাজে অনেকটাই সুবিধে হয়েছে। এই মাসে আরও দুটি ফিনটেক স্টার্টআপ সংস্থা Decentro এবং Juspay রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেয়েছে। এছাড়া SaaS সংস্থা Zoho-ও একইভানে রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র পেয়েছে পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য।


এর আগে জানুয়ারি মাসে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো এবং টাটা স্কাই পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজের অনুমোদন পেয়েছিল আরবিআইয়ের তরফ থেকে। Razorpay, Cashfree Payments এবং EnKash-দের মত পেমেন্ট এগ্রিগেটরের তালিকায় নাম লিখিয়েছে জোমাটো।  


জোমাটোর ক্ষেত্রে গত বছরই আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে যৌথভাবে তাঁরা নিজেদের একটি ইউপিআই সিস্টেমও গড়ে তুলেছে। অন্যান্য সমস্ত পেমেন্ট অ্যাপ থেকে টাকা লেনদেনের নির্ভরতা কমাতে 'জোমাটো পে' গড়ে তোলা হয়েছে। যে কোনও মার্চেন্টের কাছে, কোনও রেস্তোরাঁতে জোমাটো পে-র মাধ্যমে বিলও পেমেন্ট করা যাবে এবার।  ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১০টিরও বেশি সংস্থা এই পেমেন্ট এগ্রিগেটর হিসেবে লাইসেন্স পেয়েছে ভারতে। আর এবার ছাড়পত্র পেয়ে রিজার্ভ ব্যাঙ্ককে ধন্যবাদ দিয়েছে আমাজন পে।


আরও পড়ুন: Vodafone Idea: ভোডাফোন আইডিয়ায় এবার 'আচ্ছে দিন'! বড় খবর হল ঘোষণা