Tim Cook: আর কিছু ঘণ্টার অপেক্ষা। ভারতে অ্যাপলের প্রথম স্টোরের উদ্বোধনে এলেন টিম কুক। ১৮ এপ্রিল মঙ্গলবার মুম্বাইতে এই স্টোরের যাত্রা শুরু। 


Apple Store In India: সোমবারই ভারতে চলে এসেছেন অ্যাপলের সিইও টিম কুক। চলতি সফরে বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন তিনি।অ্যাপলের মতে, ভারতে তাদের প্রথম দুটি স্টোর এই সপ্তাহে মুম্বই ও দিল্লিতে খুলতে চলেছে। অ্যাপল ভারতে ২৫ বছর উদযাপন করছে ও এই সপ্তাহে কোম্পানি দেশে তার প্রথম অ্যাপল স্টোর খোলার সঙ্গে সহ্গে একটি বড় সম্প্রসারণের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি একটি বিবৃতিতে এই কথা বলেছে। টিম কুক নিজেই টুইট করেছেন একটি ছবি, যেখানে তিনি বান্দ্রা কুরলা কমপ্লেক্সের নতুন অ্যাপল স্টোরে গ্রাহকদের স্বাগত জানিয়েছেন।


Tech News: অ্যাপল ১৮ এপ্রিল মুম্বইতে তার প্রথম স্টোর খুলছে। ২০ এপ্রিল দিল্লিতে দ্বিতীয় অফিসিয়াল স্টোর খুলবে এই টেক জায়ান্ট। অ্যাপল জানিয়েছে, দুটি দোকানই স্থানীয় চিন্তাধারা অনুসারে ডিজাইন করা হয়েছে।


Tim Cook: ভারতে অ্যাপলের স্টোর খোলার প্রসঙ্গে কোম্পানির সিইও টিম কুক বলেছেন, ভারতের একটি খুব সুন্দর সংস্কৃতি ও একটি অবিশ্বাস্য শক্তি রয়েছে। আমরা আমাদের গ্রাহকদের সাপোর্ট দেওয়ার পাশাপাশি উদ্ভাবনের ইতিহাসের সঙ্গে একটি উন্নত ভবিষ্য গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। 


Apple Store In India: ভারত থেকে অ্যাপলের রফতানি ২০২২-২৩ আর্থিক বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে বলে অনুমান করা হচ্ছে। এই সংখ্যা ভারতে তৈরি ফোনের মোট রফতানির অর্ধেক। দিল্লিতে প্রধানমন্ত্রী ছাড়াও টিম কুক দিল্লিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের সঙ্গে দেখা করবেন।


Apple iPhone: অ্যাপলের নতুন ফোন iPhone 15-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব। আসলে এখনও পর্যন্ত বাজারে iPhone 15 নিয়ে অনেক ধরনের খবর এসেছে। অনেকের দাবি, নতুন iPhone 15-এ এমন সব দেখতে পাওয়া যাবে, আগে যা কোনও মডেলে দেখা যায়নি। নতুন আইফোনে যে বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করা হয়েছে তার মধ্যে একটি হল ইউএসবি টাইপ-সি পোর্ট। Apple সেপ্টেম্বর মাসে বাজারে iPhone 15 লঞ্চ করতে পারে। iPhone 15 সম্পর্কে, 9to5Mac একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে যে iPhone 15 Pro একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখনও পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে। তবে আগামী দিনে তা নাও থাকতে পারে।


আরও পড়ুন : Digital India: ডেবিট কার্ড অতীত ! দেশে টাকা লেনদেনের সেরা পছন্দের মাধ্যম এখন ইউপিআই, বলছে রিপোর্ট