Tech Layoffs: থামছে না কর্মী ছাঁটাই পর্ব। মার্কিন মুলুকে মন্দার প্রভাব পড়ছে বিশ্বের কর্মসংস্থানের বাজারে। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে 'টেক জায়ান্ট' অ্যাপল (Apple Layoffs)। 


Apple Layoffs: চাকরি যাবে কাদের ?
আইফোনের নির্মাতা অ্যাপল এখন নতুন করে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই শুরু করেছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ইতিমধ্যেই বিপুল কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে ফেলেছে অ্যাপল। স্বল্প স্তরে এই কোম্পানি অনেক কর্মচারীকে ছাঁটাই করবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, অ্যাপল কর্পোরেট দল থেকে কিছু কর্মীকে ছাঁটাই করছে।


Tech Layoffs: এই প্রথমবার ছাঁটাইয়ের পথে অ্যাপল 
ছাঁটাই পর্ব বাস্তবায়িত হলে এটি হবে আইফোন নির্মাতা অ্যাপলের প্রথম 'লেএফ' । ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও কর্মীদের ছাঁটাই নিয়ে কিছু ঘোষণা করা হয়নি। তবে কোম্পানির বৃদ্ধি ও অন্যান্য কারণে কোম্পানিটি ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে সূত্রের খবর। Apple এর বিশ্বব্যাপী খুচরো দোকান রয়েছে, যা আইফোন বিক্রির পাশাপাশি উত্পাদন ও রক্ষণাবেক্ষণ বা সার্ভিসের কাজ করে। কোম্পানির সিদ্ধান্ত এই খাতে বড় প্রভাব ফেলতে পারে বলে খবর।


Apple Layoffs: কত কর্মচারী ছাঁটাই হবে


অ্যাপল কতজন কর্মীকে অপসারণ করবে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে, অন্যান্য প্রযুক্তি কোম্পানির তুলনায় অ্যাপল কম লোককে ছাঁটাই করবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মন্থর অর্থনীতি ও ব্যয় বৃদ্ধির কারণে কর্মীসংখ্যা কমাতে চাইছে কোম্পানি ।


Tech Layoffs: এতদিন কীভাবে চলছিল অ্যাপলের ?
সম্প্রতি কর্মী ছাঁটাই প্রসঙ্গে মুখ খুলেছে অ্যাপল। যেখানে কোম্পানি কর্মীদের বলেছে, বিশ্বব্যাপী ছাঁটাইয়ের প্রস্তুতি করছে সংস্থা। তবে ছাঁটাই মোকাবিলা করার জন্য কর্মীদের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। মূলত, কোম্পানি সুশৃঙ্খলভাবে চালাতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইঞ্জিনিয়ার, হিউম্যান রিসোর্স, ও নিরাপত্তারক্ষী সহ ঠিকাদারদের সংখ্যা কমানো হয়েছে। সংস্থাটি মহামারীর আগে কর্পোরেট চাকরিতে কাটছাঁট করেছিল। তখন সেলফ ড্রাইভিং কার প্রযুক্তি নিয়ে কাজ করছিল কোম্পানি। তবে করোনাকালে থমকে যায় সেই প্রজেক্ট, ফলে বিভাগের কিছু সদস্যকে সরিয়ে দিয়েছিল অ্যাপল।


Apple Layoffs: চার মাসের বেতন পাবেন


প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিচ্যুত হওয়া কর্মচারীরা আবার কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি তাদের ৪ মাসের বেতনও দেওয়া হবে।বর্তমানে কোম্পানির এই খবরে ইতিমদ্য়েই আতঙ্কিত হয়ে উঠেছেন কোম্পানির ভারতের কর্মীরাও।


আরও পড়ুন: Cyber Fraud: ইউটিউবে ভিডিও লাইক করে রোজগারের ফাঁদ ! পা দিলেই লক্ষ লক্ষ টাকা ক্ষতি